সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব খরচ বহন করবে রাজ্য সরকার। শ্রমিকদের নিজের পকেট থেকে বাড়ি ফেরার ভাড়া বাবদ কোনও টাকা খরচ করতে হবে না। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপরই রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে সন্তোষজনক তথ্য তুলে ধরলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, করোনা পজিটিভ হওয়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে রাজ্যে। সাত দিন আগে পজিটিভ হওয়ার হার ছিল ৪.৬৯ শতাংশ। সেখানে এখন তা কমে হয়েছে ৩.৩৩ শতাংশ। যা জাতীয় হারের তুলনায় কম। শুধু তাই নয়, সুস্থ হওয়ার হারেও জাতীয় স্তরের সঙ্গেই তাল মিলিয়ে এগিয়ে চলেছে রাজ্য। আগের থেকে সুস্থ হওয়ার মাত্রাও বেড়েছে।
[আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সব খরচ বহন করবে রাজ্য সরকার, ঘোষণা মমতার]
স্বরাষ্ট্রসচিব এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের শরীরে মিলেছে করোনার জীবাণু। রাজ্যের আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৭৬। তবে অ্যাকটিভ কেস ১৪৫২। ২৪ ঘণ্টায় মৃত আরও ৭। বাংলায় কোভিড-১৯-এর বলি মোট ১৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আরও ৬৩ জন। এখনও পর্যন্ত ৮৯২জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তিনি। পাশাপাশি নমুনা পরীক্ষার হারও যে অনেকখানি বেড়েছে, সে তথ্যও তুলে ধরেন
তিনি। জানান, গত ৮ মে পর্যন্ত যেখানে ৩৫ হাজারের কিছু বেশি নমুনা টেস্ট হয়েছিল, সেখানে আজ মোট সংখ্যা গিয়ে পৌঁছেছে ৭৭ হাজার ২৮৮। অর্থাৎ দ্বিগুণেরও বেশি। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন সাড়ে ন’হাজারের বেশি মানুষ। পজিটিভ হওয়ার হার কমিয়ে রাজ্য যে সঠিক পথেই এগোচ্ছে, এমনটাই বুঝিয়ে দিতে চাইলেন স্বরাষ্ট্রসচিব।
কোভিড পরিস্থিতির পাশাপাশি রাজ্য যে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিক এবং আটকে পড়া মানুষদেরও ফেরাতে প্রস্তুত, সে কথাও জানিয়ে দিলেন তিনি। ১৮ মে ১৬০জন যাত্রী নিয়ে প্রথম বিমান কলকাতা বিমানবন্দরে নামবে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব। ফিরেই যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও পরবর্তীতে বিমানবন্দর থেকে ফিরতে কোনও সমস্যা যাতে না হয়, তার জন্য উবের, ওলার মতো অ্যাপ ক্যাবের ব্যবস্থাও থাকবে। এদিকে, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লির মতো অতিসংক্রমক রাজ্য থেকে ফেরা শ্রমিকদের দ্রুত স্বাস্থ্যপরীক্ষার জন্য পরিষেবা বিকেন্দ্রীকরণের ভাবনাচিন্তাও চলছে।
[আরও পড়ুন: লকডাউনের চতুর্থ পর্বেই চালু হচ্ছে কলকাতা মেট্রো! গুজবে কান না দিয়ে সত্যিটা জানুন]
The post রাজ্যে করোনা পজিটিভ হওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে, আশা জাগালেন স্বরাষ্ট্রসচিব appeared first on Sangbad Pratidin.