shono
Advertisement
Rajasthan

২৭০ কেজি ওজনের রড ঘাড়ে পড়ে চোট, ট্রেনিংয়ের সময় মৃত্যু জুনিয়র পাওয়ার লিফটারের!

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের বিকানের জেলায়।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:02 PM Feb 19, 2025Updated: 05:16 PM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭০ কেজি ওজনের রড ঘাড়ে পড়ে মৃত্যু বছর সতেরোর পাওয়ার লিফটারের! মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের বিকানের জেলায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই কিশোরীকে।  

Advertisement

জানা গিয়েছে, মৃত পাওয়ার লিফটারের নাম যস্তিকা আচার্য। জাতীয় স্তরে সোনার পদক জিতেছিল এই কিশোরী। স্বপ্ন ছিল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে সোনা জেতার। কিন্তু তার আগেই সব শেষ। জানা গিয়েছে, মঙ্গলবার জিমে প্রশিক্ষকের তত্ত্বাবধানেই যস্তিকার ট্রেনিং চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। ২৭০ কেজি ওজনের রড ঘাড়ে পড়ে যায় যস্তিকার। গুরুতর চোট পায় সে। আহত হন তার প্রশিক্ষকও। 

যস্তিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলার পুলিশ আধিকারিক বিক্রম তিওয়ারি। তিনি জানান, ভারী ওজনের রড পড়ে যস্তিকার ঘাড়ে গভীর চোট লেগেছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি যস্তিকার পরিবার। বুধবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৭০ কেজি ওজনের রড ঘাড়ে পড়ে মৃত্যু বছর সতেরোর পাওয়ার লিফটারের!
  • মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের বিকানের জেলায়।
  • দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই কিশোরীকে। 
Advertisement