shono
Advertisement

একঘর বুড়োবুড়ির কাণ্ডকারখানা

বেঁচে থাকার এই গান হয়তো আপনাকেও একদিন গাইতে হবে৷ The post একঘর বুড়োবুড়ির কাণ্ডকারখানা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:49 PM Oct 24, 2016Updated: 07:03 PM Sep 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন শেষের যাত্রা পথ সবার ক্ষেত্রে সুখকর হয় না৷ কিন্তু সুখ নামক বস্তুটি মানুষের মানসিকতার উপর নির্ভরশীল৷ কারণ যদি সুজনেরা সঙ্গী হন, তাহলে তেঁতুল পাতাতেও নয় জনের জায়গা হয়েই যায়৷ জীবনের এই বেঁচে থাকার গান নিয়েই হাজির পরিচালক জুটি অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়৷

Advertisement

যৌবনের নস্টালজিয়া থেকে রবীন্দ্রনাথের কবিতা – পদ্মনাভ দাশগুপ্তের লেখা চিত্রনাট্যে উঠে এসেছে টক-ঝাল-মিষ্টি সবরকম সম্পর্কের ইতিকথা৷ যাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন গার্গী রায়চৌধুরী, টোটা রায়চৌধুরী, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনামিকা সাহা, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা রায়ের মতো পোড় খাওয়া অভিনেতারা৷ মুক্তি ডিসেম্বর মাসের দুই তারিখ৷

The post একঘর বুড়োবুড়ির কাণ্ডকারখানা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement