shono
Advertisement

Breaking News

ওয়েব দুনিয়ায় মাধুরী দীক্ষিত, ‘দ্য ফেম গেম’সিরিজের ট্রেলারে রহস্যের ফাঁদে নায়িকা

সিরিজে গ্ল্যামার দুনিয়ার কাহিনিই দেখানো হয়েছে।
Posted: 09:01 PM Feb 10, 2022Updated: 09:01 PM Feb 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েব দুনিয়ার আগমনে বিনোদনের পরিসর বেড়েছে। বড়পর্দার তারকারাও ঝুঁকছেন OTT প্ল্যাটফর্মের দিকে।  কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে মিঠুন চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ ‘বেস্টসেলার’। এবার প্রকাশ্যে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর ট্রেলার। 

Advertisement

বলিউডের ডান্সিং ডিভা মাধুরী। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে তাঁর নাচে মুগ্ধ হয়ে যান দর্শকরা। সিরিজেও তিনি এমনই এক তারকার চরিত্রে অভিনয় করেছেন। গ্ল্যামারের দুনিয়ার দর্শকদের কাছে পারফেক্ট জীবন অনামিকা আনন্দের।  নাম, প্রতিপত্তি, অর্থ, সবই রয়েছে তার। কিন্তু গ্ল্যামারের এই ছটার নেপথ্যে তারকার জীবন কেমন? কী রহস্য লুকিয়ে রয়েছে তাঁর সম্পর্কের জটিল আবর্তে? এই গল্প নিয়েই তৈরি ‘দ্য ফেম গেম’ (The Fame Game )।

[আরও পড়ুন: মানিকতলায় যুবক খুনে পুলিশের জালে ‘বন্ধু’, ধরা পড়ল বিহার-নেপাল সীমান্তে

ছবিতে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর (Sanjay Kapoor)। এছাড়াও রয়েছেন মানব কউল (Manav Kaul)।  সিরিজে সম্ভবত এক অভিনেতা ভূমিকায় রয়েছেন মানব। অনামিকার (মাধুরী) সঙ্গে যাঁর অন্যরকম সম্পর্ক দেখানো হয়েছে। এছাড়াও সিরিজে অভিনয় করেছেন সুহাসিনী মুলে, মুসকান জাফেরি, লক্ষ্যবীর শরণ। 

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন মাধুরী। তারপর দর্শকদের মনের মোহিনী হয়ে ওঠেন। মাঝে পরিবারের দায়িত্ব সামলাতে বিদেশ পাড়ি দিয়েছিলেন। কিন্তু তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। ২০০৭ সালে ‘আজা নাচলে’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করেন মাধুরী। ছবি হিট না হলেও তাঁর নাচের জাদু দর্শকদের মুগ্ধ করে। পরে ছোটপর্দাতেও দেখা যায় বলিউড ডিভাকে। নাচের শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব সামলান তিনি। এবার ওয়েব দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী। ২৫ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে (Netflix India) দেখা যাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ। 

[আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নয়, হিজাব মামলায় অন্তর্বর্তী নির্দেশ কর্ণাটক হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement