shono
Advertisement
GDP

'এটা স্রেফ ট্রেলার', GDP বৃদ্ধির হার নিয়ে উচ্ছ্বসিত মোদি

২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশ।
Published By: Biswadip DeyPosted: 12:18 PM Jun 01, 2024Updated: 12:18 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের এই হিসেবের পরই উচ্ছ্বসিত মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, 'এটা স্রেফ ট্রেলার।' প্রসঙ্গত, গত অর্থবর্ষে দেশের বার্ষিক বৃদ্ধির হার পৌঁছেছে ৮.২ শতাংশে। যা গতবারের থেকে অনেকটাই বেশি।

Advertisement

শুক্রবার রাতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস তথা এনএসও প্রকাশিত তথ্য সামনে আসার পরই এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তাঁকে লিখতে দেখা যায়, '২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তথ্য আমাদের অর্থনীতির গতিতে জোয়ার এনেছে। যা আগামীতে আরও বাড়বে। দেশের পরিশ্রমী মানুষদের ধন্যবাদ। ২০২৩-২৪ সালে দেশের বৃদ্ধি ৮.২ শতাংশ, যা ইঙ্গিত করছে দেশ দ্রুত বিশ্বের প্রধান অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে। আমি এটুকুই বলতে চাই, এটা স্রেফ ট্রেলার যে আগামিদিনে কী হতে চলেছে।' প্রসঙ্গত, এই মুহূর্তে কন্যাকুমারীতে ধ্যানমগ্ন মোদি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তিনি বিবেকানন্দে রকে সাধনা করছেন। এরই মধ্যে জিডিপি বৃদ্ধির হার নিয়ে মোদির দলের পক্ষেই সম্ভবত এই পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: হিটলার পিটিয়েছিলেন সেলিম! বরানগরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি তন্ময়ের]

জানা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই হিসেব ছিল ৬.২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে যেখানে জিডিপি (GDP) বৃদ্ধির হার ৮.২ শতাংশ, সেখানে ২০২২-২৩ সালের হার ছিল মাত্র ৭ শতাংশ। নতুন পরিসংখ্যান দেশের অর্থনীতিবিদদের মুখে হাসি ফোটাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রিজার্ভ ব্যাঙ্কের অনুমান ৬.৯ শতাংশকে ছাপিয়ে গিয়েছে নয়া পরিসংখ্যান। এর মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করলেন মোদিও (PM Modi)। এর আগে গত ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনের আগেই কেন্দ্রের তরফে পূর্বাভাস করা হয়, আগামী ৩ বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। এদিন প্রধানমন্ত্রীর পোস্টেও সেই দাবি স্পষ্ট।

[আরও পড়ুন: সপ্তম দফা LIVE UPDATE: ফের উত্তপ্ত ভোটের ভাঙড়, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে বোমা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে।
  • ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের এই হিসেবের পরই উচ্ছ্বসিত মোদি।
  • এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, 'এটা স্রেফ ট্রেলার।'
Advertisement