shono
Advertisement

Breaking News

বেড়াতে গিয়ে হাড়হিম করা অভিজ্ঞতা হল চার বন্ধুর, দেখুন ট্রেলার

এক অশরীরীর গল্প উঠে এসেছে ছবিতে। The post বেড়াতে গিয়ে হাড়হিম করা অভিজ্ঞতা হল চার বন্ধুর, দেখুন ট্রেলার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM Apr 17, 2019Updated: 05:36 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্জিকা অনুযায়ী ভূত চতুর্দশীর এখনও অনেক দেরি৷ তা সত্ত্বেও টলিপাড়ায় ‘ভূত চতুর্দশী’র আবহ৷ ঘটছে নানা ভূতুড়ে কাণ্ডকারখানাও৷ যা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন এনা, আরিয়ান-সহ তাঁদের সমবয়সী অনেকেই৷ দৌড়ে গিয়ে ক্যালেন্ডার দেখার কোনও প্রয়োজন নেই৷ খোলসা করেই বলা যাক৷ শাব্বির মালিক পরিচালিত প্রথম ছবি ‘ভূত চতুর্দশী’র ট্রেলার মুক্তি পেয়েছে সদ্যই৷ যা দেখে মুগ্ধ অনুরাগীরা।

Advertisement

[ আরও পড়ুন: প্রথম পোস্টারেই কমেডির ছোঁয়া, ‘বিবাহ অভিযান’ ঘিরে চড়ছে পারদ]

বীরভূমের প্রত্যন্ত গ্রাম৷ সেখানে পৌঁছায় চারজন৷ একটি পরিত্যক্ত বাড়িতে যায় তারা৷ উদ্দেশ্য একটু অন্যরকমভাবে ছুটি কাটানো৷ আরিয়ানের শখ যদিও একটু অন্যরকম৷ পোড়ো বাড়ির অন্দরমহলের কথা তুলে ধরতে চায় সে তার ডকুমেন্ট্রির মাধ্যমে৷ আরিয়ানের প্রেমিকা এনা৷ সে-ও ওই কাজে আরিয়ানকে সঙ্গ দেয় মাঝেমধ্যেই৷ কিন্তু ডকুমেন্ট্রি শুট করতে অদ্ভুত সব কাণ্ডকারখানার মুখোমুখি হয় চারজন৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে চারজন যা জানতে পারে, তা শুনে রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার জোগাড়৷

প্রত্যন্ত অঞ্চলের ওই বাড়িতেই বসবাস করত এক কিশোরী৷ লক্ষ্মী নামে ওই কিশোরীকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করত গ্রামবাসীরা৷ শেষ পর্যন্ত অত্যাচারেই প্রাণ হারায় সেই কিশোরী৷ আর সেই মেয়ের আত্মাই ঠাঁই নিয়েছে পোড়ো বাড়ির অন্দরে৷ সেই লক্ষ্মী নিজের রাজত্বে মেনে নিতে পারবে চারজনকে? নাকি আত্মার আক্রমণে প্রাণ দিতে হবে এনা-আরিয়ান এবং তাদের বন্ধুবান্ধবদের? এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে আগামী ১৭ মে৷ কারণ, ওইদিনই মুক্তি পাবে শাব্বির মালিক পরিচালিত ‘ভূত চতুর্দশী’৷ সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ তা ইতিমধ্যেই দর্শকদের থেকে বেশ ভালই সাড়া পেয়েছে৷

[ আরও পড়ুন: রিয়েল লাইফে সাত পাকে বাঁধা পড়ছে টলিউডের জনপ্রিয় জুটি]

মূলত এনা সাহা এবং আরিয়ান ভৌমিককে নিয়েই এগোবে ছবি৷ তবে তাছাড়াও দু’জনের বন্ধুর চরিত্রে দেখা যাবে সৌমেন্দ্র এবং দীপশ্বেতা মিত্রকে৷ ছবির গল্প লিখেছেন মৈনাক ভৌমিক৷ বহুদিন পর আবারও ভৌতিক কাণ্ডকারখানা নিয়েই তৈরি হচ্ছে ছবি৷ যা দর্শকদের ভাল লাগবে বলেই আশা টিম ‘ভূত চতুর্দশী’র৷

দেখুন ভিডিও:

The post বেড়াতে গিয়ে হাড়হিম করা অভিজ্ঞতা হল চার বন্ধুর, দেখুন ট্রেলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement