সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পর এবার রাজস্থান। ট্রেন লাইনচ্যুত করার ছক দুষ্কৃতীদের। রাজস্থানের আজমেঢ়ে রেল লাইনের উপর ফেলে রাখা হল ২টি সিমেন্টের ব্লক। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি নজরে আসে রেল কর্মীদের। কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ১০.৩০ নাগাদ বিষয়টি নজরে আসে রেল কর্মীদের। সারাধনা ও বাঙ্গাদ স্টেশনের মাঝে ফেলে রাখা হয়েছিল ৭০ কেজি করে ওজনের দুটি সিমেন্টের ব্লক। এর ঠিক আগে একটি মালগাড়ি ওই লাইনে যায়। সিমেন্টের ব্লকে ধাক্কা লাগলেও ট্রেনটির তেমন কোনও ক্ষতি হয়নি। সেটি ভালোভাবেই গন্তব্যে পৌঁছোয়। এর পরই বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনেন রেল কর্মীরা। লাইনের উপর অল্প কিছুটা দূরত্বে ফেলে রাখা ছিল সিমেন্টের ব্লক দুটি। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: কথা ছিল নির্বাচন লড়বেন, তার আগেই পাঞ্জাবে খুন আপের কৃষক নেতা]
ঠিক একই রকম ঘটনা নজরে এসেছে উত্তরপ্রদেশের কানপুরে। রবিবার রাত ৮টা নাগাদ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির উদ্দেশে যাওয়ার সময় কানপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রিবাহী কালিন্দি এক্সপ্রেস। রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছিল গ্যাসের সিলিন্ডার। তাতেই সজোরে ধাক্কা মারে ট্রেন। যার জেরে প্রায় ৫০ মিটার দূরে ছিটকে যায় সিলিন্ডারটি। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে ট্রেনটিকে থামানো হয়।
[আরও পড়ুন: ‘৫৬ ইঞ্চির ছাতি এখন ইতিহাস’, আমেরিকায় মোদিকে তোপ রাহুলের]
তদন্তে দেখা যায়, শুধু সিলিন্ডার নয়, লাইনের উপর পাওয়া যায় একাধিক পেট্রল ভরা বোতল ও দেশলাই। ফলে প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা নাশকতার পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনাতেও অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে ৬ জনকে। উল্লেখ্য, একের পর দুর্ঘটনার জেরে এমনিতেই প্রশ্নের মুখে ভারতীয় রেল। এর মাঝেই রেলে এমন নাশকতার ষড়যন্ত্র প্রকাশ্যে আশায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রেলকর্তারা।