shono
Advertisement

রাজ্যে পুরনো গাড়ি কেনাবেচায় নতুন নিয়ম পরিবহণ দপ্তরের, জেনে নিন খুঁটিনাটি

কী জানাল পরিবহণ দপ্তর?
Posted: 08:13 PM Apr 30, 2023Updated: 08:13 PM Apr 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো গাড়ি কেনাবেচা এখন কোনও বড় বিষয় নয়। বহু মানুষই পুরনো গাড়ি কেনেন। কিন্তু তাঁদের অধিকাংশই গাড়ি কিনলেও নথি পরিবর্তন করেন না। তা নিয়ে যে পরবর্তীতে কত সমস্যা, তা হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনাকে কেন্দ্র করে। তারপরই গাড়ি কেনা বেচার নিয়মে বড়সড় পরিববর্তনের সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর। ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হল?

Advertisement

নতুন নিয়মে গাড়ি কোনও গাড়ি কেনাবেচার সংস্থাকে বিক্রি করে দিলে আর কোনও দায়িত্ব থাকবে না মালিকের। তবে সেক্ষেত্রে সংস্থার কাছে গাড়ির ব্যবসার বৈধ নথি ও লাইসেন্স থাকা বাধ্যতামূলক। গাড়ি কেনাবেচার সংস্থাগুলির জন্যও তৈরি করা হচ্ছে নতুন নিয়ম। জানা গিয়েছে, গাড়ি কেনার পর সেটি বিক্রি পর্যন্ত কাগজপত্র-সহ সমস্ত দায়িত্ব থাকবে ক্রেতা সংস্থার উপর। বিক্রেতার আর কোনও দায় থাকবে না। এছাড়া গাড়ির সমস্ত তথ্য থাকবে পরিবহণ দপ্তরের কাছে। আপাতত গাড়ি কেনাবেচার যাবতীয় তথ্য পরিবহণ দপ্তরে পাঠানোর দায়িত্বে থাকবেন রাজ্যের বিভিন্নপ্রান্তের ৫০ জন আরটিও।

[আরও পড়ুন:প্রেমের টান, ছোট নন্দাইয়ের হাত ঘরে ঘরছাড়া বধূ! অপমানে চরম সিদ্ধান্ত স্বামীর]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হঠাৎ করে এই সিদ্ধান্তের পিছনে আছে কয়লা মাফিয়া রাজু ঝা খুন। সম্প্রতি খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ির মালিক কে, তা জানতে ঘুম উড়েছিল তদন্তকারীদের। নতুন পদ্ধতিতে গাড়ি কেনাবেচা হলে এধরনের সমস্যা আর তৈরি হবে না বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: রেড কার্পেট পেতে অপেক্ষায় ‘বিদ্রোহী’ বিধায়ক করিম চৌধুরী, গেলেনই না অভিষেক বন্দ্যোপাধ্যায়!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement