সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি দেবভক্ত? ঘুরতে ভালোবাসেন? কিন্তু পুজোয় খুব দূরে বেড়াতে যাওয়ার অবকাশ নেই? তাহলে পূর্ব বর্ধমানের এই গ্রাম আপনার জন্য একেবারে আদর্শ গন্তব্য হতে পারে। ঘন সবুজে ঢাকা, নির্জন অথচ 'জীবন্ত' এই জঙ্গলের সৌন্দর্য যেন একটুকরো স্বর্গরাজ্য। বাতাসের সোঁ-সোঁ শব্দের সঙ্গে ছন্দ মিলিয়ে পাখির কলতান, শাল-পিয়ালের বনে গাছগাছালির পাতার সখ্যতা যেন রহস্য-রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছে এই জঙ্গলে। মাসখানেক আগে সেখানেই সদলবলে ঘোড়া ছুটিয়ে শুটিং করে এসেছেন 'রঘু ডাকাত' দেব। ভাবছেন তো এ আবার কোথায়?
ছবি- সংগৃহীত
কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র সাড়ে তিন ঘণ্টার দূরত্বে আউশগ্রামের আদুরিয়া। পূর্ব বর্ধমান জেলার এই জঙ্গল আবার সেখানকার স্থানীয়দের কাছে 'জঙ্গলমহল' বলেই পরিচিত। পুজোর মরশুমে একদিনের জন্য সেই জঙ্গল থেকেই সপরিবারে বেড়িয়ে আসতে পারেন। সময়ও কম লাগবে। আবার চাইলে কলকাতায় দিনের দিন ফিরেও আসতে পারবেন। কী দেখবেন? এতক্ষণে নিশ্চয়ই তালিকা কষে ফেলার কথা ভেবে ফেলেছেন? তাহলে লিস্টে অবশ্যই রাখুন কালিকাপুর গ্রামের সাতমহলা রাজবাড়ি। শাল পিয়ালের বন। আর পুরনো রাজবাড়ি। ঢুঁ মেরে আসতে পারেন অনতিদূরের ছোট ছোট আদিবাসী গ্রামগুলিতেও। গহীন অরণ্যের মধ্য দিয়ে লাল মোরামের রাস্তা যে মন জুড়িয়ে দেবে, হলফ করে বলা যায়। উল্লেখ্য, শুধু বাংলা সিনেমা নয়, বলিউড ছবির শুটিংও হয়েছে এখানে। সেই তালিকায় কাজলের সাম্প্রতিক 'মা' ছবিটি যেমন রয়েছে, তেমনই 'পিপ্পা'ও রয়েছে।
ছবি- সংগৃহীত
বিশেষ করে যাঁরা কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ভ্লগ করেন, তাদের জন্য আদর্শ বেড়ানোর জায়গা আউশগ্রামের আদুরিয়া। রহস্যে ঘেরা ভালকী মাচান থেকে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সবই কাছাকাছি পেয়ে যাবেন ক্যামেরাবন্দি করার জন্য। আর একদিনের ট্যুরে খুব একটা সমস্যাও হবে না। নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই, দারুণ একটা রোড ট্রিপ উপভোগ করতে পারবেন। আকাশে মেঘ থাকলে ময়ূরের পেখম নৃত্য দেখার সৌভাগ্যও হতে পারে। গাড়িভাড়া করে কিংবা ট্রেনেও পৌঁছে যেতে পারেন এখানে। একরাতের জন্য থাকতে চাইলে হোটেলও পেয়ে যাবেন কাছেপিঠে। তবে এক্ষেত্রে আগে থেকে ফোন করে বুকিং করে রাখুন নইলে পুজোর ভিড়ে মুশকিলে পড়তে হতে পারে।
