সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্তের শেষেই বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। স্বাভাবিকভাবেই গরমকালে ঘেমেনেয়ে বাড়িতে থাকতে কার ভালো লাগে? তাই এখন থেকেই অনেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলছেন। বাঙালির দী-পু-দা এখন অতীত। বরং এই গরম থেকে রেহাই পেতে ঘুরে আসতে পারেন দক্ষিণ ভারতের উটি থেকে। মনোরম আবহাওয়ার পাশাপাশি থাকছে ফুলের মেলা। মে মাসে একসঙ্গে লক্ষাধিক ফুলে সেজে উঠবে দক্ষিণের এই পাহাড়ি এলাকা। ফুল, ফলের ঐতিহ্যবাহী প্রদর্শনী হবে উটি-তে।
ভূগোল বইতে পড়া দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতে তিনটি জনপ্রিয় পর্যটনস্থল রয়েছে- উটি, কোটাগিরি এবং কুন্নুর। এর মধ্যে তামিলনাড়ুর উটি পাহাড়ে ঘেরা এলাকা। পাহাড়ের রানী নামেও পরিচিত। সারা বছরই মনোরম আবহাওয়া। বছরের সবসময়ই এই এলাকায় ভিড় জমায় পর্যটকেরা। তবে মে মাসে সংখ্যাটা আরও বাড়ে। কারণ, এই সময় উটিতে দারুণ পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়।

উটির সরকারি বোটানিক্যাল গার্ডেনে আয়োজিত হবে বিরাট পুষ্প প্রদর্শনী। চলবে ১৬-২১ মে পর্যন্ত। এই প্রদর্শনীর ইতিহাস শতবর্ষ প্রাচীন। ৫০ হাজার ফুলের টব আনা হবে সেখানে। থাকবে ৫ লক্ষেরও বেশি চারাগাছ। শুধু পুষ্প প্রদর্শনী নয়, গত ১৩ বছর ধরে একইসময় আয়োজন করা হচ্ছে 'ভেজিটেবল শো'। কোটাগরির নেহরু পার্কে এই প্রদর্শনী চলবে ৩-৫ মে। গত ২০ বছর ধরে পুষ্প প্রদর্শনীর আগেই 'গোলাপ প্রদর্শনী'র আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হচ্ছে না। ১০-১২ মে সরকারি গোলাপ বাগানে আয়োজিত বয়ে এই প্রদর্শনী। কুন্নুরের সিমস পার্কে হবে 'ফ্রুট শো'। চলবে ২৩-২৬ মে। এ বছর প্রথমবার সরকারের তরফে দু'দিন ব্যাপী শস্য রোপণ উৎসবের আয়োজন করা হচ্ছে। চলবে ৩১ মে এবং ১ জুন। কীভাবে টিকিট বুক করবেন?
অনলাইনে আগেভাগেই প্রদর্শনীগুলির ওয়েবসাইট থেকে কাটা যাবে টিকিট। ১০ বছরের ঊর্ধ্ব সকলের জন্য টিকিটের দাম ১০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য টিকিটের দাম ৫০ টাকা। ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে যেতে হলে গুনতে হবে ৫০ টাকা। ভিডিও ক্যামেরার জন্য ১০০ টাকা। তবে কেউ যদি সেখানে ফটোশ্যুট করতে চান তাঁদের অতিরিক্ত ৫ হাজার টাকা দিতে হবে।