সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে ভক্তদের কথা মাথায় রেখে এক বিশেষ রেলযাত্রার উদ্যোগ নিল ভারতীয় রেল। নভেম্বর মাসে ভারতের সাতটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ সফর করাতে উদ্যোগ নিয়েছে রেল। ১২ দিনের এই সফরে ওঙ্কারেশ্বর থেকে সোমনাথ পর্যন্ত এই সফরে শিবের সাতটি জ্যোতির্লিঙ্গ দেখানো হবে ভক্ত ও পর্যটকদের। ভারতীয় রেলের সহযোগী শাখা সংস্থা আইআরসিটিসি এই উদ্যোগ নিয়েছে।
'ভারত গৌরব টুরিস্ট ট্রেন ফর দর্শন' নামের এই সফরে দেখানো হবে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, এ্যম্বকেশ্বর, ভীমাশংকর এবং ঘৃষ্ণেশ্বর। এছাড়াও শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ এবং বেট দ্বারকা-ও দেখানো হবে এই যাত্রায়। ১১ রাত ও ১২ দিনের এই সফর নভেম্বরের ১৮ তারিখ শুরু হয়ে শেষ হবে ২৯ তারিখে। যাত্রা শুরু হবে যোগনগরী হৃষীকেশ থেকে।
মোট ৭৬৭ জন পুণ্যার্থীকে জায়গা দেওয়া যাবে এই সফরে। এসি টু টায়ার, এসি থ্রি টায়ার এবং সাধারণ স্লিপার ক্লাসে করা যাবে সফর। ২৪ হাজার থেকে ৫৪ হাজার টাকা মাথাপিছু খরচে দেখা যাবে সাত জ্যোতির্লিঙ্গ। এই অর্থের মধ্যেই খাওয়ার খরচও ধরা রয়েছে, তবে তা শুধুই নিরামিষ। রয়েছে রাতে থাকার হোটেলের খরচ। রয়েছে সফরের জন্য বিমাও। আইআরসিটিসি-র ম্যানেজাররা গোটা সফরের তত্ত্বাবধানে সঙ্গে থাকবেন যাত্রীদের।
এর আগেও এমন উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি। রাম তীর্থক্ষেত্রে পর্যটক টানতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে রেলের তরফে। ১৬ রাত ১৭ দিনের এই সফরে ভগবান রামের সঙ্গে সম্পর্কিত ৩০টি জায়গায় ঘোরাবে বিশেষ এই ট্রেন। ইতিমধ্যেই এই ট্রেন যাত্রা শুরু করেছে। দিল্লির সফদরজং স্টেশন থেকে শুরু করে রামেশ্বরম পর্যন্ত যাবে ট্রেনটি।
