shono
Advertisement
IRCTC

আন্তর্জাতিক মানের প্যাকেজ ট্যুর, আয় বাড়াতে পর্যটনকে ঢেলে সাজাচ্ছে IRCTC

শের বিভিন্ন প্রান্তে পর্যটনের চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে আইআরসিটিসি।
Published By: Sucheta SenguptaPosted: 11:12 AM Nov 06, 2024Updated: 11:16 AM Nov 06, 2024

সুব্রত বিশ্বাস: যুব প্রজন্মের পছন্দ, চাহিদার কথা মাথায় রেখে এবার পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে চলেছে ভারতীয় রেল। উদ্যোগী সংস্থা আইআরসিটিসি। সংস্থার পূর্বাঞ্চলের জিজিএম পদে যোগ দিয়ে মনোজ কুমার সিং জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষত্রে পর্যটনে যুব সমাজের বিশেষ চাহিদা রয়েছে। তার নিরিখে এবার ভ্রমণের ব্যবস্থা করা হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে এই বিশেষ ঘোষণা করতে চলেছে আইআরসিটিসি।

Advertisement

আইআরসিটিসি সূত্রে খবর, দেশের বিভিন্ন প্রান্তে পর্যটনের চাহিদা অনুযায়ী বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। তাতে সেসব এলাকার পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে। পাশাপাশি, ট্রেনে যাত্রা করার সময় পর্যটকদের খাওয়াদাওয়া ও স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দেবে আইআরসিটিসি। জিজিএম মনোজ কুমার সিং জানিয়েছেন, খাবার ও পরিষেবায় নানা ধরনের অভিযোগ একেবারে কমিয়ে আনাই এবার লক্ষ‌্য। খাবারে আঞ্চলিক স্বাদ ফিরিয়ে আনার পাশাপাশি তার মান ও দাম যথাযথ রাখা হবে। নির্ধারিত অর্ডারের বদলে অনেক সময় ভিন্ন খাবার পরিবেশন করা হয় বলে যেসব অভিযোগ ওঠে, তা আর যাতে না হয় তার জন্য কড়া নজর রাখবে এই সংস্থা। ট্রেনে খাবারের দাম অনেক সময় বেশি নেওয়ার অভিযোগ ওঠে, তা আর বরদাস্ত করা হবে না।

আইআরসিটিসি-র জিজিএম মনোজ কুমার সিং।

বলা হচ্ছে, দূরপাল্লার ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের অভিযোগ 'শূন্য' করতে সবরকমের ব্যবস্থা নেবে এই কর্পোরেট সংস্থা। ১৯৯৮ সালের আইআরটিএস মনোজ কুমার সিং পূর্ব রেলের সিসিএম (এফএম) পদ থেকে এই পদে যোগ দিয়েছেন সোমবার। জামসেদপুর থেকে অর্থনীতিতে স্নাতক মনোজ একসময় ভোপালের ম‌্যাজিস্ট্রেট ছিলেন। পরে ভারতীয় রেলের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলান। এখন আইআরসিটিসি-র পূর্বাঞ্চলীয় জিজিএম হওয়ায় তাঁর নেতৃত্বে এই কর্পোরেট সংস্থায় সংস্কারের আরও কাজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত পর্যটনের ক্ষেত্রে আরও আকর্ষণীয় কিছু ঘোষণা হতে পারে বুধবার। আর সেদিকে তাকিয়ে ভ্রমণপ্রেমী মানুষজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক মানের প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করবে আইআরসিটিসি।
  • বুধবার এই সংক্রান্ত খুঁটিনাটি ঘোষণা করবে সংস্থা।
Advertisement