সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির পায়ের তলায় সরষে। তাই সময় পেলেই পাহাড়, সমুদ্র, জঙ্গল বিভিন্ন জায়গায় চলে যায় বেড়াতে। বেড়ান শেষে সঙ্গে হাকে কেনাকাটার বড় তালিকা। জনপ্রিয় শপিং ডেস্টিনশনের খোঁজ নিয়ে সেখানে দেদার কেনাকাটা না করলে পুরো ট্যুরতাই যেন অসম্পূর্ণ থেকে যায়। শুধু কি তাই বেড়াতে গিয়ে কেনাকাটা, স্মৃতি সংগ্রহ করার পাশাপাশি যদি সৌভাগ্যও অর্জন করা যায় তাহলে মন্দ কী? বিশ্বের এই দেশগুলিতে গেলে অবশ্যই কিনুন সেখানকার বিখ্যাত লাকি চার্মগুলি। যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে।
প্রথমেই বলা যাক জাপানের কথা। এদেশে বেড়াতে গেলে অবশ্যই টোকিওর বাজারে পাওয়া যায় এক বিশেষ ধরনের বিড়ালের মূর্তি। যাকে জাপানিরা সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখে। যা পাওয়া যায় প্লাস্টিক অথবা সেরামিকের। টোকিওর আসাকুসা জেলার স্যুভেনির দোকান এবং মন্দিরের বাজারে বা কিয়োটো বা ওসাকার বিভিন্ন দোকানে খুঁজলেই এই ধরনের বিড়ালের মূর্তি পাবেন। এই মূর্তির বিড়ালটিকে দেখা যায় হাত তুলে রাখতে। তাই জাপান বেড়াতে গেলে অবশ্যই লাকি চার্ম হিসেবে এই বিড়ালের মূর্তি কিনতে ভুলবেন না।
'এভিল আই', এই মুহূর্তে ভীষণ প্রচলিত ও জনপ্রিয় একটি জিনিস। যা সকলের কাছেই ভীষণ পছন্দের। নিজেদের সৌভাগ্য বজায় রাখতে বা নজর কাঠি হিসেবে অনেকেই এই এভিল আই ব্যবহার করে থাকেন। কিন্তু তুর্কিতে এই 'এভিল আই' সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। যা দুর্ভাগ্যকে দূরে সরিয়ে সৌভাগ্য নিয়ে আসতে সাহায্য করে। তাই এদেশে বেড়াতে গেলে এই লাকি চার্মটি কিনতে ভুলবেন না।
'দ্য হামাসা', নানা কারুকাজ করা একটি হাতের তালুর মতো দেখতে এমন এক জিনিস যা মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকাতে লাকি চার্ম হিসেবে বিবেচিত হয়। তাই এখানকার দেশগুলিতে বেড়াতে গেলে লাকি চার্ম হিসেবে অবশ্যই কিনুন হামাসা। যা মূলত তৈরি হয়েছে ইহুদি ও ইসলামিক প্রথা মেনে তৈরি হয়। মনে করা হয় বাড়ির দরজার উপর বা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে এই হামাসা ব্যবিহার করলে দুর্ভাগ্য কাটে ও জীবনে সুসময় আসে।
কয়েন প্ল্যান্ট ও আমরুল পাতার মতো দেখতে এই গাছ আয়ারল্যান্ডে সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিগণিত হয়। মনে করা হয় এই দুই গাছই দূর্ভাগ্য কাটায় এবং সৌভাগ্য বজায় রাখে। আমরুল পাতার মতো দেখতে এই গাছ সুরক্ষিত রাখে এবং কয়েন প্ল্যান্টের মতো দেখতে এই গাছ জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে। তাই এদেশে বেড়াতে গেলে অবশ্যই এই দুই গাছের পাতা দিয়ে তৈরি নানা জিনিশ আপনার লাকি চার্ম হিসেবে কিনতেই পারেন।
আমেরিকায় লোহার অশ্ব খুরকে লাকি চার্ম হিসেবে দেখা হয়। এই ধারণা আমেরিকায় এসেছে মূলত ইউরোপ থেকে। প্রধান ফটকে বা বাড়ির কোনও দরজায় এই লোহার অশ্ব খুর ঝুলিয়ে রাখতে দেখা যায়। মনে করা হয় এটি ব্যবহারের ফলে আশেপাশে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় এবং জীবনে সৌভাগ্য আসে। তাই আমেরিকায় কোনওভাবে আপনার বেড়াতে যাওয়ার সুযোগ হলে এই লাকি চার্ম অবশ্যই কিনুন।
