shono
Advertisement

Breaking News

Lifestyle News

ডিসেম্বরে সিকিম ঘুরতে যাচ্ছেন? গ্যাংটকের 'লোসুং' উৎসব মিস করবেন না

এই উৎসবে গেলে আপনি কী কী চাক্ষুষ করতে পারবেন জেনে নিন।
Published By: Arani BhattacharyaPosted: 04:26 PM Nov 05, 2025Updated: 04:26 PM Nov 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মানেই পায়ের তলায় সরষের মাস। যদিও গোটা শীতকাল জুড়েই তেমন একটা মরশুম থাকে। তবে ডিসেম্বর মানেই পাহাড়ে বেড়াতে যাওয়ার একটা আলাদা টান তৈরি হয়। বাঙালি হলে তো কোনও কথাই নেই। এই ডিসেম্বরে পাহাড় যাওয়ার পরিকল্পনা করলে যেতে পারেন সিকিম। বরফ দেখার পাশাপাশি সিকিমে ডিসেম্বর মাসে শুরু হয় এইসময় নতুন বছর শুরুর আনন্দ উদযাপন। আর সেই উদযাপনকে ঘিরে চলে লোসুং উৎসব। বৌদ্ধ সংস্কৃতি দ্বারা প্রভাবিত এই উৎসবে গেলে আপনি কী কী চাক্ষুষ করতে পারবেন জেনে নিন।

Advertisement

এই বছর সিকিমে এই অনুষ্ঠান শুরু হবে ২০ ডিসেম্বর। যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। লোসুং উৎসব মূলত বৌদ্ধ সংস্কৃতিতে পরিপূর্ণ। আর সেই নিয়ম অনুযায়ী সিকিমে এই সময় হয় নতুন বছর। তারই উদযাপনে সারা সিকিম জুড়ে নানা প্রান্তে পালিত হয় সোলুং উৎসব। তবে গ্যাংটকের বুকে ফোডং ও রুমটেক মনেস্ট্রিতে রাজকীয়ভাবে পালিত হয় এই উৎসব। তাই সিকিমের নানা প্রান্ত ঘুরে দেখার সঙ্গে আপনি এই দুই মনেস্ট্রিতে সিকিমের 'নিউ ইয়ার সেলিব্রেশন' দেখতে পৌঁছে যেতে পারেন।

এই উৎসবের মূল আকর্ষণ হল চাম নৃত্য। সিকিমের এই লোকনৃত্য মূলত বৌদ্ধ মঠগুলিতেই পালন করা হয়। বৌদ্ধ সন্ন্যাসীরাই মূলত এই নাচ করে থাকেন। এর মাধ্যমে নানা পৌরাণিক ঘটনা তাঁরা তুলে ধরেন সকলের সামনে। যা দেখতে ভিড় জমান দেশ-বিদেশের বহু মানুষ।

উৎসব হবে আর তাতে ভূরিভোজ হবে না তা কী করে হয়? আপনি যদি বেড়াতে গিয়ে বিশেষভাবে স্থানীয় খাবার চেখে দেখতে ভালোবাসেন তাহলে এই উৎসবে থাকবে আপনার জন্য নানা খাবারের সমাহার। থুকপা, সেল রুটি, চ্যাং, গুনদ্রুক স্যুপ, ফাগসাপার মতো স্থানীয় খাবার এই সময় প্রতিটি ঘরে ঘরে তৈরি হয়। তাই এইসময় সিকিমের স্থানীয় খাবার চেখে দেখতে ভুলবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বরফ দেখার পাশাপাশি সিকিমে ডিসেম্বর মাসে শুরু হয় এইসময় নতুন বছর শুরুর আনন্দ উদযাপন।
  • এই বছর সিকিমে এই অনুষ্ঠান শুরু হবে ২০ ডিসেম্বর। যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। লোসুং উৎসব মূলত বৌদ্ধ সংস্কৃতিতে পরিপূর্ণ।
  • আর সেই নিয়ম অনুযায়ী সিকিমে এই সময় হয় নতুন বছর।
Advertisement