সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গোছানোর মতো গুরুত্বপূর্ণ কাজ হেলাফেলা করে একেবারেই কয়ার যায় না কারও কাছে আবার এই ব্যাগ গোছানোর কাজতাই সবথেকে কঠিন মনে হয়। সঠিকভাবে জামাকাপড় ভাঁজ করে ব্যাগে না ভরতে পারলে তা যেমন নষ্ট হবে তেমনই আপনার ব্যাগও সঙ্গে নিয়ে যেতে অসুবিধা হবে। তাই বেড়াতে যাওয়ার আগে কীভাবে ব্যাগ গোছালে আপনার কাজ কিছুটা কমবে ও যাত্রাপথে অসুবিধা লাঘব হবে জেনে নিন। রইল টিপস।
যেহেতু বেড়াতে যাওয়ার সঙ্গে সেখানকার স্থানীয় বাজার থেকে কেনাকাটা করার মতো বিষয় জড়িয়ে থাকে তাই কম জামাকাপড় নিন। তাতে ফেরার পথে অতিরিক্ত ব্যাগও হবে না আর আপনার সঙ্গের ব্যাগটিও হালকা থাকবে।
সম্ভব হলে প্যাকিং করার সময় অর্গানাইজার ব্যবহার করুন। এই মুহূর্তে নানা ধরনের অর্গানাইজারের চাহিদা ভীষণ। এতে আপনার যেমন ব্যাগের মধ্যেও সমস্ত জিনিস ভাগ করে করে গোছানো থাকবে তেমনই খুঁজে পেতেও সমস্যা হবে না।
ব্যাগ গোছানোর আগে কি কি নেবেন তার একটা তালিকা তৈরি করে নিতে পারলে সবথেকে সুবিধা হবে। টুথব্রাশ, টাওয়াল, ওষুধ, টয়লেট্রি সেট থেকে প্রয়োজনীয় নানা জিনিস আগে লিখে নিয়ে তারপর সেই অনুযায়ী গোছান। তাতে অতিরিক্ত জিনিস ব্যাগে নেওয়া এড়াতে পারবেন।
ফেরার পথে কেনাকাটা করলেও ব্যাগ যাতে ভারী না হয় সে কথা মাথায় রাখুন অবশ্যই। মাথায় রাখবেন বিমানে সফর করার বিষয় থাকলে সেক্ষেত্রে কিন্তু লাগেজের ওজন বাড়লে তা সমস্যা হয়ে দাঁড়াবে।
