shono
Advertisement
Lifestyle News

চেরি ব্লসমে রঙিন পাহাড়! জাপান নয়, বছর শেষে সৌন্দর্যের স্বাদ পাবেন পাশের রাজ্য়েই

দেশের নানা প্রান্তের মানুষকে সেই ফুলে ঢাকা উত্তরপূর্ব ভারত আমন্ত্রণ জানাচ্ছে এই শীতের মরশুমে।
Published By: Arani BhattacharyaPosted: 10:03 PM Dec 10, 2025Updated: 10:03 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেরি ব্লসম, এই ফুলের কথা শোনার সঙ্গে সঙ্গেই যদি কোনও স্থানের নাম সর্বাগ্রে মাথায় আসে তা হল এক এবং একমাত্র জাপান। তবে কয়েকবছর ধরে সেই ছবিটা যেন একটু একটু করে পালটে গিয়েছে। কেন? কারণ ভিন দেশে নয় নিজের দেশেই চেরি ব্লসমের সৌন্দর্য খুঁজে পেয়েছে এদেশের নাগরিকরা। দেশের উত্তর-পূর্বে বছরের এই সময়টা রীতিমতো গোলাপি ফুলের চাদরে আবৃত হয়ে যায়। যা দেখে মন যেন বলে ওঠে 'বনতল ফুলে ফুলে ঢাকা'। দেশের নানা প্রান্তের মানুষকে সেই ফুলে ঢাকা উত্তরপূর্ব ভারত আমন্ত্রণ জানাচ্ছে এই শীতের মরশুমে। একদম ঠিক ধরেছেন, এই আমন্ত্রণ জানাচ্ছে আপনার পাশের রাজ্য নাগাল্যান্ড।  

Advertisement

চেরি ব্লসমের মরশুমে জাপানকে পিছনে ফেলে রীতিমতো গোলাপি চাদরে ঢেকে উঠছে। যা নতুনভাবে পরিচিত হচ্ছে দেশ তথা বিদেশের কাছে। নাগাল্যান্ডের সাকুরা ভ্যালি এর মধ্যে অন্যতম। এই শীতের মরশুমে সাকুরা ভ্যালির অনবদ্য রূপ ও আবহাওয়া কেড়ে নিচ্ছে পর্যটকদের মন।

বাদ যায়না কোহিমাও। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এই ডিসেম্বরের শীতে সেজে ওঠে গোলাপি আভায়। আর তা আসে সেই একইরকমভাবে। চেরি ব্লসম ফুলের দৌলতে। বেশ কিছু বছর ধরেই নিজের দেশে এহেন সৌন্দর্য উপভোগ করার জন্য ভিড় জমাচ্ছেন নাগরিকরা। আর সেই তালিকায় যোগ হয়েছে কোহিমার নামও। রাস্তাঘাট, বাগান থেকে সর্বত্র এ যেন এক আলাদা সৌন্দর্য দেখা যায় কোহিমাতে।

এই সময়টি একইসঙ্গে ফটোগ্রাফারদের জন্যও উপযুক্ত সময়। তবে এখানেই শেষ নয়, নাগাল্যান্ডের আরও বেশ কিছু জায়গায়, যেমন খুজামা গ্রাম, লংখুম গ্রাম এবং ফুটসেরোও ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। যা ঘুরে দেখলে পর্যটকদের চোখ জুড়াতে বাধ্য। এছাড়াও নাগাল্যান্ডের বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদম ঠিক ধরেছেন, এই আমন্ত্রণ জানাচ্ছে আপনার পাশের রাজ্য নাগাল্যান্ড।  
  • নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এই ডিসেম্বরের শীতে সেজে ওঠে গোলাপি আভায়।
  • আর তা আসে সেই একইরকমভাবে। চেরি ব্লসম ফুলের দৌলতে।
Advertisement