shono
Advertisement
Travel News

পাহাড় হোক বা সমুদ্র, ভ্রমণের ধকলে হারাবে না ত্বকের জেল্লা! রইল সহজ কিছু টিপস

শীতের শেষবেলায় অনেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ছেন অজানার টানে। ধুলোবালি, রোদ আর অনিয়মের জেরে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা এ সময় হারিয়ে যায়। তবে চিন্তা নেই, ভ্রমণের আনন্দ বজায় রেখেও নামমাত্র সময়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। জেনে নিন ঝকঝকে ত্বক পাওয়ার কিছু সহজ দাওয়াই।
Published By: Buddhadeb HalderPosted: 08:52 PM Jan 26, 2026Updated: 08:52 PM Jan 26, 2026

শীতের শেষবেলায় অনেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ছেন অজানার টানে। কখনও পাহাড়ের বাঁক, তো কখনও সমুদ্রের নীল জলরাশি। বেড়াতে গেলে মন চাঙ্গা হয় ঠিকই, কিন্তু শরীরের ওপর ধকলও কম যায় না। বিশেষ করে সঠিক যত্নের অভাবে ট্যুর থেকে ফেরার পর আয়নার সামনে দাঁড়ালে নিজের ত্বক নিজেরই অচেনা লাগে। ধুলোবালি, রোদ আর অনিয়মের জেরে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। তবে চিন্তা নেই, ভ্রমণের আনন্দ বজায় রেখেও নামমাত্র সময়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। জেনে নিন ঝকঝকে ত্বক পাওয়ার কিছু সহজ দাওয়াই।

Advertisement

ফাইল চিত্র

১. ব্যাগে থাকুক ফেশিয়াল ওয়াইপস: ঘুরতে গিয়ে বারবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া সম্ভব নয়। তাই ব্যাগে সব সময় ফেশিয়াল ওয়াইপস রাখুন। গাড়ি বা বিমানে যাতায়াতের সময় মুখ মুছে নিলে ত্বকের সতেজতা বজায় থাকে।

২. ফেশিয়াল মিস্টের জাদু: আবহাওয়া যাই হোক, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ফেশিয়াল মিস্ট স্প্রে ব্যবহার করুন। বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য এটি মহৌষধ। মাঝেমধ্যে মুখে একটু স্প্রে করে নিলে ত্বক প্রাণবন্ত দেখাবে।

৩. ক্লিনজিং মাস্ট: সারাদিন ঘোরাঘুরির পর ত্বকে স্তরে স্তরে ধুলো জমে। রাতে হোটেলে ফিরে আলস্য করবেন না। শুতে যাওয়ার আগে ভালো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। এটি ত্বকের রোমকূপ খুলে দিতে সাহায্য করে।

ফাইল চিত্র

৪. ময়শ্চারাইজার ও সানস্ক্রিন: শীতের রোদেও অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে সানস্ক্রিন মাখা বাধ্যতামূলক। এর পাশাপাশি ত্বককে নরম রাখতে ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করুন। জল কম খাওয়া হয় বলে এই সময় ত্বক বেশি শুষ্ক হয়ে যায়।

৫. নিজের হাত যখন শত্রু: বাইরে বেরোলে আমাদের হাতে অজস্র জীবাণু ও ধুলোবালি লাগে। সেই হাত বারবার মুখে ছোঁয়াবেন না। এতে ব্রণ বা র‍্যাশের সমস্যা বাড়তে পারে। প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করুন।

ভ্রমণের সময় প্রচুর পরিমাণে জল ও মরশুমি ফল খান। ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। এই সামান্য কয়েকটা নিয়ম মানলেই কেল্লাফতে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement