সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র বিচারে নভেম্বরের সেরা ক্রিকেটার হলেন ট্রাভিস হেড (Travis Head)। নভেম্বরের সেরা হওয়ার দৌড়ে বিশ্বকাপ ফাইনালের নায়ক হেডের সঙ্গে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami) ও গ্লেন ম্যাক্সওয়েলও (Glenn Maxwell)। শেষ পর্যন্ত শামি ও ম্যাড ম্যাক্সকে পিছনে ফেলে নভেম্বরের সেরা হন অস্ট্রেলিয়ার তারকা। বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি হেডকে বাকিদের থেকে এগিয়ে রাখে। সেই সেঞ্চুরির প্রভাব এবং গুরুত্বের বিচারে নভেম্বরের সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার তারকা।
বিশ্বকাপে ২৪টি উইকেট নেন শামি। যার মধ্যে ১৫টি উইকেট তিনি নিয়েছিলেন নভেম্বরে। যদিও বিশ্বকাপের প্রথম থেকে নামেননি শামি। হার্দিক পাণ্ডিয়া চোট পাওয়ায় শামির জন্য বিশ্বকাপের দরজা খুলে যায়। তার পরের ঘটনা ইতিহাস।
[আরও পড়ুন: আচমকাই শামির বাড়ির সামনে শতাধিক লোকের ভিড়, বাড়াতে হল নিরাপত্তা, ভিডিও ভাইরাল]
ফাইনালে হেডের ব্যাট ভারতকে রিংয়ের বাইরে ছিটকে দেয়। সেঞ্চুরি করেন অজি তারকা। তার আগে দুরন্ত ক্যাচ ধরে রোহিত শর্মাকে ফেরান হেড। ভারতের রান তাড়া করতে নেমে একসময়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু হেড রুখে দাঁড়ান। শামি ও হেডের সঙ্গে দৌড়ে ছিলেন ম্যাক্সওয়েলও। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবলস চিরকাল মনে থাকবে ক্রিকেটপাগলদের। শেষ পর্যন্ত নভেম্বরের সেরা হলেন বিশ্বকাপের শতরানকারী ট্রাভিস হেড। আইসিসি-র বিজ্ঞপ্তিতে হেড বলেন, ”আমার সৌভাগ্য। হাত ভেঙে যাওয়ার পরেও আমার উপরে আস্থা রেখেছিল। ফলে ওদের ফিরিয়ে দেওয়ার মঞ্চ তৈরি ছিল আমার সামনে। বিশ্বকাপে নিজের সেরাটা তুলে ধরেছি।”
[আরও পড়ুন: ‘মরশুমের শেষে এই ড্রয়ের ফল ভুগতে হবে’, পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে আশঙ্কিত কুয়াদ্রাত]