সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী জোটের নতুন নাম INDIA নিয়ে যেভাবে লাগাতার আক্রমণ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাতে একেবারেই চিন্তিত নয় বিরোধী শিবির। বরং উৎফুল্ল। অন্তত তেমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ‘ইন্ডিয়া’ নাম নিয়ে নয়া তিরে বিঁধেছেন প্রধানমন্ত্রীকে। তাঁর দাবি, বিরোধীরা ঠিক যেমনটা চাইছিল, প্রধানমন্ত্রী ঠিক তেমনটাই করছেন। শুক্রবার টুইটারে একটি ভিডিও পোস্ট করে ডেরেক ও’ব্রায়েন বলেছেন,”হ্যালো মিস্টার মোদি। আপনি আবার শুরু করে দিলেন। আমাদের নতুন নাম INDIA, জিতেগা ভারত-কে আক্রমণ করতে শুরু করেছেন। আর আপনি আমাদের নাম নিয়ে শুধু খারাপ কথাই বলছেন।” ডেরেকের বক্তব্য, ‘আমরা আসলে এটাই চাইছিলাম। আমরা চাইছিলাম আপনি বলুন, খারাপ কথা বলুন। এভাবেই আপনি আমাদের INDIA নামের প্রচারটা চালিয়ে যান।”
[আরও পড়ুন: বারাণসীর বিধবার সঙ্গে বৃহন্নলার প্রেম! প্রথম ঝলকেই চমকে দিল ‘সফেদ’]
বস্তুত বিরোধী জোটের নাম INDIA রাখার পর বিজেপি খানিকটা হলেও বিভ্রান্ত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কখনও এই জোটকে তুলনা করছেন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তো কখনও তুলনা করছেন জঙ্গি গোষ্ঠী ‘সিমি’র সঙ্গে। বৃহস্পতিবারও তিনি রাজস্থান থেকে, ইন্ডিয়া জোটকে প্রবল আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, নিজেদের পাপ ঢাকতেই ইউপিএ নাম বদলে ইন্ডিয়া হয়েছে।
[আরও পড়ুন: মৃত্যুর মুখোমুখি! গাছতলায় ঘুমিয়ে পড়া যুবকের জামায় ঢুকল গোখরো! প্রকাশ্যে ভিডিও]
মোদি যেভাবে বারবার বিভ্রান্তের মতো ‘ইন্ডিয়া’ নিয়ে ‘অবমাননামূলক’ কথাবার্তা বলছেন, তাতে অবশ্য লাভই দেখছে বিরোধী শিবির। অন্তত প্রধানমন্ত্রীর মুখ দিয়ে হলেও বিরোধী জোটের প্রচার হচ্ছে। ডেরেকের কথায় তেমনটাই মনে হচ্ছে। আর তাছাড়া বারবার INDIA নাম নিয়ে মোদির বিভ্রান্তিকর প্রচারে এটাও প্রমাণ হচ্ছে যে, বিরোধী জোটকে তিনি ভয় পেয়েছেন, বলছে তৃণমূল।