সাবির জামান, লালবাগ: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই কর্মী সর্মথকদের নিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছিলেন তিনি। কড়া রোদে বাড়ি বাড়ি ঘুরে প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন জঙ্গিপুরের তৃণমূল নেতা পরেশনাথ মণ্ডল। তবে গত ১৯ এপ্রিল প্রচার চালাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা করা যায়নি। শুক্রবার মৃত্যু হয় তাঁর।
অসুস্থ হওয়ার পর প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা হয় পরেশনাথের। এর পর বাড়িতেও ফিরেছিলেন। তবে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ নতুন করে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। বাড়ির সদস্যরা ফের হাসাপাতালে নিয়ে যায় তাঁকে। সেখানেই মৃত্যু হয় পরেশনাথের।
[আরও পড়ুন: পরিচিতর ডাকে সাড়া, পার্ক স্ট্রিটের নামী হোটেলে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা ব্যবসায়ীর]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুর সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সহ-সভাপতি ছিলেন পরেশনাথ মণ্ডল। নবগ্রাম বিধানসভা এলাকায় দলের অন্যতম নির্ভরযোগ্য নেতা বলে পরিচিত ছিলেন তিনি। গত ১৯ তারিখ প্রচারের সময় অসুস্থ হয়ে পড়লে পাঁচথুপি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। দিনকয়েক আগে চিকিৎসার পর বাড়িও ফেরেন। ফের যান প্রচারে। কিন্তু শুক্রবার তাঁর হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও তৃণমূলের কর্মীরা।