shono
Advertisement

পুরনো নোট বাতিলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা

নোট বাতিলের সিদ্ধান্ত বিদায়-ঘন্টা বাজিয়ে দিল মোদির, তোপ মমতার৷ The post পুরনো নোট বাতিলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:16 PM Nov 11, 2016Updated: 08:46 AM Nov 11, 2016

স্টাফ রিপোর্টার: শুধু মৌখিক প্রতিবাদ নয়, পুরনো নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সংসদেও প্রতিবাদে শামিল হচ্ছে তৃণমূল৷ আগামী ১৬ নভেম্বর রাজ্যসভায় ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আলোচনা চেয়ে নোটিস দিয়েছে তৃণমূল সংসদীয় দল৷ একইদিনে লোকসভা মুলতুবি প্রস্তাব আনবে তারা৷ বৃহস্পতিবার একইসুরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে তিনি বলেছেন, “বিদেশ থেকে কালো টাকা এনে ফেরত দেবে বলেছিল, সেইসব কিছু করল না, মানুষের লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নিল৷” তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “রাজ্যে আড়াই লক্ষ ও অসমে পাঁচ লক্ষ চা শ্রমিক রয়েছে৷ কেন্দ্রের এই পদক্ষেপের জন্য চা বাগানের শ্রমিকরা মাইনে পাচ্ছেন না৷ মালিকরা আমায় চিঠি দিয়েছেন৷ আমি মুখ্যসচিবকে বলেছি, বিষয়টা দেখতে৷ ওরা মাইনে না পেলে আমি ছেড়ে দেব না৷ একজন শ্রমিকের মৃত্যু হলে ছাড়ব না৷ সাধারণ মানুষ যখন বিপদে পড়বে, আমি প্রতিবাদ করব৷ সাধারণ মানুষকে ভিখারি করার অধিকার কে দিয়েছে?”

Advertisement

(কালো টাকা উদ্ধারে দফায় দফায় আয়কর দফতরের হানা)

দেশের মধ্যে প্রথম রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেছিল৷ তার পর মুলায়ম সিং যাদব, মায়াবতী, চন্দ্রবাবু নাইডু ও পি চিদাম্বরম প্রতিবাদের সুর চড়ানোয় তাঁদের পাশে পেয়েছেন মমতা৷ নবান্নে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়ায় ইন্দিরা গান্ধীর বেশ কিছু সংস্কারের প্রসঙ্গ টেনে ভূয়সী প্রশংসা করেন বাংলার মুখ্যমন্ত্রী৷ তৃণমূল নেত্রী বলেন, “ইন্দিরা গান্ধী নাসবন্দি, গরিবি হটাওয়ের মতো যে কর্মসূচি নিয়েছিলেন, তার পিছনে যথেষ্ট সদিচ্ছা ছিল৷ তবে বিজেপির উদ্যোগ সফল হবে না৷” রাজনৈতিক মহল মনে করছে, নোট বাতিলের ইস্যুতে বিজেপি-বিরোধী জোট এককাট্টা হয়ে সংসদে আন্দোলন গড়ে তুলতে পারে৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমরা আগেই এর বিরুদ্ধে সর্বপ্রথম সরব হয়েছি৷ এখন অন্য রাজ্যও সরব হচ্ছে৷ এমনকি বিজেপির অন্দরেও গুঞ্জন শুরু হয়েছে৷ উত্তরপ্রদেশের মুলায়ম সিং যাদব থেকে মায়াবতী, চন্দ্রবাবু নাইডু সবাই এর বিরুদ্ধে সরব৷ আমরা বিষয়টি নিয়ে লোকসভায় সরব হব৷ এঁরা ড্যামেজকে ম্যানেজ করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তা কখনওই সফল হবে না৷ এর ফলে বিজেপি রাজনৈতিকভাবে শেষ হয়ে যাবে৷” উত্তরপ্রদেশ ভোটে বিজেপি গোহারা হারবে বলে মন্তব্য করেন তিনি৷ তাঁর বক্তব্য, “বিজেপি বাইরে থেকে কালো ধন এনে দেশের মানুষের মধ্যে টাকা করে বিলি করার কথা বলেছিল, তা তো হলই না৷ উল্টে মানুষকে ভিখিরি করে দিল৷ একশ্রেণির ব্যবসায়ী ও বড়লোক, বিত্তশ্রেণির মানুষ লাভবান হয়েছে৷” তাঁর প্রশ্ন, “কেন্দ্র আগে থেকেই এই সিদ্ধান্তের কথা জানত৷ আগে থেকে কেন প্রস্তুতি নেওয়া হয়নি? এটিএমে পর্যাপ্ত টাকা রাখা হয়নি কেন? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এইসব ভাবা উচিত ছিল৷ তা না করে মানুষকে ভিখিরি করে তিনি জাপান চললেন৷ মানুষ এর উত্তর দেবে৷ ব্যাঙ্কে তো ‘ম্যান-পাওয়ার’ নেই, সামলাবে কী করে? পোস্ট অফিসগুলি তো সাইনবোর্ড৷” তিনি এদিনও বলেন, “আমার কাছে বাজার করার টাকাও নেই৷ বাড়ির সবাইকে মুড়ি-আলুভাজা খেতে বলেছি৷” এ রাজ্যে আটশো গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে ব্যাঙ্কের কোনও শাখা নেই৷ সেখানকার গরিব মানুষ কী করবেন বলে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ নতুন নোট ছাপানোর জন্য প্রচুর টাকা খরচ হয়েছে৷ এই খরচের প্রসঙ্গ টেনেও সংসদে তৃণমূল প্রশ্ন তুলবে বলে মমতা জানিয়েছেন৷

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৬ তারিখ লোকসভা অধিবেশনের শুরুতেই মুলতুবি প্রস্তাব আনা হবে৷ রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েনও জানান, এদিনই ২৬৭ নম্বর ধারা অনুযায়ী অন্য কাজ ফেলে রাজ্যসভায় ‘নোট-ব্যান’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নোটিস দেওয়া হয়েছে৷ তিনি বলেন, “সাধারণ মানুষ ও গরিবকে হয়রান করা হয়েছে৷ আগে থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল৷ ভুল পরিকল্পনার মাশুল দিয়েছেন মধ্যবিত্ত ও গরিব মানুষ৷ কালো টাকা উদ্ধারে কোনও কাজই করেনি কেন্দ্র৷”

(জানেন, নোট বাতিলের এত বড় সিদ্ধান্ত কীভাবে গোপন রাখলেন মোদি?)

The post পুরনো নোট বাতিলের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement