প্রণব সরকার, আগরতলা: অনন্য সৌজন্যের নজির ত্রিপুরায় (Tripura)। সিপিএম বিধায়কের মৃত্যুতে সমস্ত সরকারি কাজ বাতিল করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। টুইট করে সেই খবর নিজেই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বাম বিধায়ক শামসুল হক। এই সংবাদে শোকপ্রকাশ করেছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী। বিরোধী দলের বিধায়কের মৃত্যুতে সরকারি কর্মসূচি বাতিল করেছেন তিনি।
মঙ্গলবার রাত প্রায় দু’টো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে আগরতলার জিবি হাসপাতালে প্রয়াত হয়েছেন সোনামুড়া মহকুমার বক্সনগর বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক তথা সিপিআইএম (CPM) রাজ্য কমিটির সদস্য শামসুল হক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিধায়ক হয়েছিলেন তিনি। একসময় ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন। গতকালই এক বউমার চিকিৎসা সংক্রন্ত বিষয়ে আগরতলায় গিয়েছিলেন তিনি। সরকারি আবাসনে রাতের দিকে বুক ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
[আরও পড়ুন: তৃণমূল নেতাদের শাস্তি দেওয়ায় বিচারকের এজলাস বয়কট, কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের]
খবর পাওয়া মাত্র শোকপ্রকাশ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। টুইটারে লেখেন, “ত্রিপুরা বিধানসভার সম্মানীয় সদস্য সামশুন হকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আজকের সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করছি।” ত্রিপুরায় বাম ও বিজেপির সম্পর্ক আদায় কাঁচকলায়। এর মধ্যে বাম বিধায়কের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর এহেন সৌজন্যমূলক আচরণকে সাধুবাদ জানাচ্ছে রাজনৈতিক মহল।