সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভাব নিত্যসঙ্গী তাঁর৷ তাই আর পাঁচজনের মতো পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সময় পাননি যুবতী৷ কলেজে পড়তে পড়তেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে কেরলের থাম্মানামের বাসিন্দা বছর কুড়ির হানানকে৷ ছোট্ট থেকে হানানের জীবন সংগ্রাম শুরু৷ একটি বেসরকারি কলেজে বিএসসি নিয়ে পড়ছেন তিনি৷ প্রতিদিন সকালে প্রায় ৬০ কিলোমিটার রাস্তা পেরিয়ে সাইকেল চালিয়ে কলেজ যেতে হয় কেরলের ওই যুবতীকে৷ কলেজ সেরে ওই পোশাকেই মাছ বিক্রি করেই সামান্য অর্থের মুখ দেখেন ওই যুবতী৷
[মুসলিম জনসংখ্যা না কমলে গণপিটুনি থামবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার]
এভাবেই দিব্যি দিন কাটছিল হানানের৷ কিন্তু আচমকাই তাঁর জীবন সংগ্রামের ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়৷ তাবড় তাবড় অভিনেতা এবং রাজনীতিকরা হানানের ছবি শেয়ার করেন৷ কিন্তু প্রশংসনীয় এমন কাজের পরে বিদ্রুপেরও শিকার হতে হয় তাঁকে৷ নেটিজেনদের একাংশের বক্তব্য, ‘‘হানান মিথ্যেবাদী৷ নাটক করছেন তিনি৷’’ প্রচারের আলোয় আসতেই হানান এভাবে কলেজের পোশাকেই মাছ বিক্রি করছেন বলেও দাবি অনেকের৷ ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করতে যাওয়ার সময় এক কর্তব্যরত ট্রাফিক পুলিশ হানানের পথ আটকায় বলে খবর৷ আদতেও তিনি মাছ বিক্রি করেন কি না, তা দেখার জন্য পিছুও ধাওয়া করে অনেকেই৷
[ভারত ‘বিশেষ’ শর্ত মানলেই চোকসিকে ফিরিয়ে দিতে রাজি অ্যান্টিগুয়া]
অপমান যেমন কপালে জুটেছে তেমনই প্রশংসাও পেয়েছেন কেরলের হানান৷ রাজ্যের বহু মন্ত্রী ও মহিলা কমিশনের কাছ থেকে পেয়েছেন বাহবা৷ মেয়ের জীবনযুদ্ধে পাশে রয়েছেন তাঁর বাবা-মা৷ প্রশংসায় পঞ্চমুখ তাঁরা৷ এমন লড়াকু ছাত্রী পেয়ে খুশি কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা৷
[জানেন, কেন নিজেই নিজের কবর খুঁড়লেন ৭০ বছরের এই বৃদ্ধ?]
জীবনযুদ্ধে জয়ের জন্য কোনও কিছুতেই ভয় পাননি হানান৷ একের পর এক প্রতিকূলতা পেরিয়ে এসেছেন তিনি৷ কিন্তু সংগ্রামের মাঝে নেটিজেনদের আক্রমণে ভেঙে পড়েছেন কেরলের যুবতী৷ নিন্দুকদের দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে জানান হানান৷ প্রায় কাঁদতে কাঁদতেই তিনি বলেন,‘‘আমার কোনও সাহায্য লাগবে না৷ দয়া করে আমাকে একা থাকতে দিন৷ রোজকার ভাত-রুটির সংস্থানের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিলেই চলবে৷’’ নিন্দুক নেটিজেনদের একহাত নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ হানানের অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি৷
The post কলেজ শেষে মাছ বিক্রি করে নেটিজেনদের সমালোচনার শিকার কেরলের যুবতী appeared first on Sangbad Pratidin.