shono
Advertisement

কলেজ শেষে মাছ বিক্রি করে নেটিজেনদের সমালোচনার শিকার কেরলের যুবতী

তদন্তের নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর৷ The post কলেজ শেষে মাছ বিক্রি করে নেটিজেনদের সমালোচনার শিকার কেরলের যুবতী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM Jul 27, 2018Updated: 08:27 PM Jul 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অভাব নিত্যসঙ্গী তাঁর৷ তাই আর পাঁচজনের মতো পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সময় পাননি যুবতী৷ কলেজে পড়তে পড়তেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে কেরলের থাম্মানামের বাসিন্দা বছর কুড়ির হানানকে৷ ছোট্ট থেকে হানানের জীবন সংগ্রাম শুরু৷ একটি বেসরকারি কলেজে বিএসসি নিয়ে পড়ছেন তিনি৷ প্রতিদিন সকালে প্রায় ৬০ কিলোমিটার রাস্তা পেরিয়ে সাইকেল চালিয়ে কলেজ যেতে হয় কেরলের ওই যুবতীকে৷ কলেজ সেরে ওই পোশাকেই মাছ বিক্রি করেই সামান্য অর্থের মুখ দেখেন ওই যুবতী৷

Advertisement

[মুসলিম জনসংখ্যা না কমলে গণপিটুনি থামবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার]

এভাবেই দিব্যি দিন কাটছিল হানানের৷ কিন্তু আচমকাই তাঁর জীবন সংগ্রামের ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়৷ তাবড় তাবড় অভিনেতা এবং রাজনীতিকরা হানানের ছবি শেয়ার করেন৷ কিন্তু প্রশংসনীয় এমন কাজের পরে বিদ্রুপেরও শিকার হতে হয় তাঁকে৷ নেটিজেনদের একাংশের বক্তব্য, ‘‘হানান মিথ্যেবাদী৷ নাটক করছেন তিনি৷’’ প্রচারের আলোয় আসতেই হানান এভাবে কলেজের পোশাকেই মাছ বিক্রি করছেন বলেও দাবি অনেকের৷ ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করতে যাওয়ার সময় এক কর্তব্যরত ট্রাফিক পুলিশ হানানের পথ আটকায় বলে খবর৷ আদতেও তিনি মাছ বিক্রি করেন কি না, তা দেখার জন্য পিছুও ধাওয়া করে অনেকেই৷

[ভারত ‘বিশেষ’ শর্ত মানলেই চোকসিকে ফিরিয়ে দিতে রাজি অ্যান্টিগুয়া]

অপমান যেমন কপালে জুটেছে তেমনই প্রশংসাও পেয়েছেন কেরলের হানান৷ রাজ্যের বহু মন্ত্রী ও মহিলা কমিশনের কাছ থেকে পেয়েছেন বাহবা৷ মেয়ের জীবনযুদ্ধে পাশে রয়েছেন তাঁর বাবা-মা৷ প্রশংসায় পঞ্চমুখ তাঁরা৷ এমন লড়াকু ছাত্রী পেয়ে খুশি কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা৷

[জানেন, কেন নিজেই নিজের কবর খুঁড়লেন ৭০ বছরের এই বৃদ্ধ?]

জীবনযুদ্ধে জয়ের জন্য কোনও কিছুতেই ভয় পাননি হানান৷ একের পর এক প্রতিকূলতা পেরিয়ে এসেছেন তিনি৷ কিন্তু সংগ্রামের মাঝে নেটিজেনদের আক্রমণে ভেঙে পড়েছেন কেরলের যুবতী৷ নিন্দুকদের দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে জানান হানান৷ প্রায় কাঁদতে কাঁদতেই তিনি বলেন,‘‘আমার কোনও সাহায্য লাগবে না৷ দয়া করে আমাকে একা থাকতে দিন৷ রোজকার ভাত-রুটির সংস্থানের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিলেই চলবে৷’’ নিন্দুক নেটিজেনদের একহাত নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ হানানের অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি৷

The post কলেজ শেষে মাছ বিক্রি করে নেটিজেনদের সমালোচনার শিকার কেরলের যুবতী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement