সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদ্বীপ (Maldives) ছাড়তে হবে ভারতীয় সেনাকে (Indian Army)। কারণ পুরোপুরিভাবে স্বাধীন দেশ হিসাবে পরিচিত হতে চায় মালদ্বীপ। একটি সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন মালদ্বীপের নব্যনির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ মুইজু। প্রসঙ্গত, নির্বাচনী প্রচার চলাকালীন একাধিকবার এই প্রসঙ্গ তুলেছিলেন তিনি। চিন ঘনিষ্ঠ এই নেতা সাফ জানিয়ে দেন, মালদ্বীপে ভারতীয় সেনা থাকলে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
চলতি মাসের শুরুতেই নির্বাচনে জিতে প্রেসিডেন্টের কুরসিতে বসেছিলেন মুইজু। তবে প্রথম দিনই জানিয়েছিলেন, “আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে। সামরিক বাহিনীগুলি চায় না তাদের ফেরত পাঠানো হোক। কিন্তু মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।” তবে সেই সময়ে ভারতের নাম উল্লেখ করেননি মুইজু। তবে এবার সরাসরি ভারতের নাম বলে মুইজু জানালেন, মালদ্বীপের মাটি থেকে সরতে হবে ভারতীয় সেনাকে।
[আরও পড়ুন: সাহায্য করবেন ধোনি, লোভ দেখিয়ে রাঁচিতে শিশুকন্যাকে অপহরণ দুষ্কৃতীদের]
ব্লুমবার্গ টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট। সেখানেই তিনি বলেন, “আমাদের দেশে ভারতের সেনাবাহিনী রয়েছে। কিন্তু তাদের ফিরে যেতে হবে।” মুইজু বলেন, সেনা সরানো নিয়ে ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যথেষ্ট ইতিবাচক কথা হয়েছে বলেই জানিয়েছেন মুইজু। তিনি বলেন, দুই দেশের উন্নতি করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক অবশ্যই বজায় থাকবে।
তবে বরাবরই চিনপন্থী হিসাবে পরিচিত মুইজু। তিনি মসনদে বসলে ভারতকে নিশানা করতে পারতেন এই আশঙ্কা ছিলই। ভারতের সেনা সরিয়ে চিনের প্রতি সমর্থন জানাবেন মুইজু, এই প্রশ্ন উঠছে দেশের অন্দরেই। তবে প্রেসিডেন্টের সাফ উত্তর, “চিন বা অন্য কোনও দেশের সেনাকেই মালদ্বীপে থাকার অনুমতি দেওয়া হবে না।” তবে ভারতের সেনা সরানো নিয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানায়নি মালদ্বীপ।