shono
Advertisement

Breaking News

অ্যাশকে প্রকাশ্যেই অকথ্য অপমান অভিষেকের!

ভিডিওটা একটু মন দিয়ে দেখুন তো! The post অ্যাশকে প্রকাশ্যেই অকথ্য অপমান অভিষেকের! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:23 PM May 22, 2016Updated: 01:43 PM Sep 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঁদুরে মেঘ ঘনিয়ে এল কি?
রকম-সকম দেখে তো তাই মনে হচ্ছে। নইলে ‘সরবজিৎ’ ছবির প্রিমিয়ারে সবার সামনেই ঐশ্বর্য রাই বচ্চনকে এমন অকথ্য অপমান কী করে করেন অভিষেক বচ্চন!
আসলে, অনেক দিন ধরেই বলিউড বলাবলি করছে, ঐশ্বর্যর সাফল্যে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন জুনিয়র বচ্চন। দীর্ঘ দিন বাড়িতে বসে থেকে, বাচ্চা মানুষ করে, ফের ছবি করতে এসে ঐশ্বর্যও ফ্লপ দিয়েছেন বরের মতোই! কিন্তু, তাতেও প্রচারের আলো তাঁর উপর থেকে এতটুকু সরেনি। প্রসাধনীর বিজ্ঞাপন, কান-এর লাল গালিচা, ‘সরবজিৎ’- সব মিলিয়ে তিনিই তো এখন খবরের শিরোনামে। আর অভিষেক? কোনও মতে তাঁকে নজরে পড়েছে মাল্টিস্টারার ছবির ভিড়ে!
সেই রাগ, সেই ব্যর্থতা, সেই অভিমানই কি ফুটে উঠল ‘সরবজিৎ’-এর প্রিমিয়ারে?
সাংবাদিকরা যখন যুগলের ছবির জন্য চেঁচিয়ে গলা ফাটাচ্ছেন, তখন কেন অভিষেক পাত্তা না দিয়ে ছেড়ে গেলেন ঐশ্বর্যকে? ছবি তোলার মাঝেও কেন হঠাৎই বেরিয়ে গেলেন?
আরও এক বলি-দম্পতির বিচ্ছেদের খবর কি আসতে চলেছে?
ভিডিওটা একটু মন দিয়ে দেখুন তো! আপনার কী মনে হয়?

Advertisement

The post অ্যাশকে প্রকাশ্যেই অকথ্য অপমান অভিষেকের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement