অর্ণব আইচ: শনিবার ভোরে বড়সড় দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলী সেতুতে৷ হাওড়া থেকে কলকাতা আসার পথে দুর্ঘটনার মুখে পড়ল একটি পণ্য বোঝাই ট্রাক৷ জানা গিয়েছে, ডিভাইডারে ধাক্কা লেগে উলটে যায় সেটি৷ কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে গুরুতর জখম হয়েছেন ট্রাকের চালক মহম্মদ জাভেদ৷ তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ সূত্রের খবর, ঘটনায় দ্বিতীয় হুগলী সেতুতে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে৷ দুপুর গড়িয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি যান চলাচল৷ তৎপরতার সঙ্গে ট্রাকটিকে সরানোর কাজ চালাচ্ছে পুলিশ৷
[পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ, বেতন বাড়ার সম্ভাবনা]
শনিবার সকাল ৫ টা ৪০, হাওড়ার দিক থেকে কলকাতার উদ্দেশে আসছিল একটি পণ্য বোঝাই ট্রাক৷ হঠাৎই বিকট আওয়াজে হুঁশ উড়ে যায় টোলের কর্মচারীদের৷ তাঁরা দেখেন, টোল থেকে প্রায় ৩০০ মিটার দূরে উলটে গিয়েছে একটি ট্রাক৷ কী করে এমন ঘটনা ঘটল তা প্রথমে বুঝতে পারেননি তাঁরা৷ কাছে যেতেই দেখেন, প্রথম ডিভাইডারের সঙ্গে ধাক্কা গেলে উলটে গিয়েছে পণ্য বোঝাই ট্রাকটি৷ সঙ্গে সঙ্গে খবর যায়, হেস্টিংস থানায়৷ জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে হেস্টিংস থানার পুলিশ৷ উদ্ধার করা হয় ট্রাকের চালক মহম্মদ জাভেদকে৷ দেখা যায়, গুরুতর পেয়েছেন তিনি৷ পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
[জাল কাগজে কর ফাঁকি দিয়ে ৪৩ কোটি টাকার জালিয়াতি, গ্রেপ্তার চক্রের তিন মাথা]
কেন এমন ঘটনা ঘটল তা এখনও বুঝে উঠতে পারেনি পুলিশ৷ অনুমান করা হচ্ছে, দৃশ্যমানতার অভাবে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷ অথবা ভোরের দিকে ট্রাক চালাতে চালাতেই চোখ লেগে যেতে পারে চালকের৷ তবে এই ঘটনা, দ্বিতীয় হুগলী সেতুতে প্রবল যানজটের সৃষ্টি করেছে৷ ঘটনাস্থলে, বড় ট্রাকটি পড়ে থাকায় কার্যত স্তব্ধ হয়ে যায় রোডের একটি অংশের যান চলাচল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, দুপুর ১২ পর্যন্ত স্বাভাবিক হয়নি যান চলাচল৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে চারটি ক্রেন৷ তাদের চেষ্টাতেই ট্রাকটিকে তোলার চেষ্টা চলছে৷ যান চলাচল স্বাভাবিক করতে প্রবল চেষ্টা চালাচ্ছেন ট্রাফিক গার্ড ও হেস্টিংস থানার পুলিশ৷
The post পণ্য বোঝাই ট্রাক উলটে দুর্ঘটনা, প্রবল যানজট দ্বিতীয় হুগলী সেতুতে appeared first on Sangbad Pratidin.