shono
Advertisement

গাজরের ফেসপ্যাকে পাঁচ মিনিটেই ঝকঝকে ত্বক, রইল টিপস

আজকেই ট্রাই করুন এই ফেসপ্য়াক।
Posted: 11:33 AM Jul 15, 2023Updated: 11:33 AM Jul 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্বকের জেল্লা দিন দিন কম যাচ্ছে? হাজার হাজার ক্রিম ব্যবহার করেও কোনও উপকার পাচ্ছেন না? পাঁচ মিনিটেই ত্বকে ফিরবে জেল্লা। কীভাবে? ঝটপট বাজার থেকে নিয়ে আসুন গাজর। গাজর দিয়েই বানিয়ে ফেলুন কয়েকটি ফেসপ্যাক। যা ত্বকে জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে।

Advertisement

১) এক চামচ মধুর সঙ্গে আধ কাপ গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

২) দুচামচ বেসনের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।

 

[আরও পড়ুন: কারিগরদের ২ বছরের শ্রম পণ্ড? ‘রামায়ণ’ গায়ে জড়িয়ে বিতর্কে পর্দার ‘সীতা’ কৃতী!]

৩) অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৪) আধা কাপ গাজরের পেস্ট এবং এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫) টক দইয়ের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৬) এক চামচ ওটসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

[আরও পড়ুন: শরীরের প্রতিটি ভাঁজ নিখুঁত, ‘ব্লু বেবিকন ড্রেস’-এ বোল্ড মালাইকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement