shono
Advertisement

সুনামি ও ভয়াবহ ভূমিকম্প জাপানে, ছড়াল আতঙ্ক

কেবল টোকিওতেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪৷ The post সুনামি ও ভয়াবহ ভূমিকম্প জাপানে, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Nov 22, 2016Updated: 09:39 AM Nov 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ সুনামিতে কেঁপে উঠল জাপান৷ পাশাপাশি তীব্র ভূমিকম্পও এদিন জাপানে রীতিমতো ভয়াল রূপ ধারণ করে৷ সেখানকার স্থানীয় সময় সোমবার ভোর ছ’টা নাগাদ আচমকাই কেঁপে ওঠে টোকিও-সহ জাপানের বিস্তীর্ণ অংশ৷ কেবল টোকিওতেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪৷ জাপানের আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ভূমিকম্পের উৎসস্থল ফুকুশিমা উপকূলবর্তী অঞ্চলের প্রায় ১০ কিলোমিটার গভীরে৷

Advertisement

একটি পরমাণু কেন্দ্রে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা খারাপ হয়ে গিয়ে তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল উত্তাপের সঞ্চার হয় এবং তার ফলেই সমুদ্রে সুনামি এবং জাপানে ভয়াবহ ভূমিকম্পটি হয় বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর না থাকলেও, মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷

প্রসঙ্গত, ২০১১ সালে ভয়াবহ সুনামি এবং ভূমিকম্পের পর ফুকুশিমা উপকূলবর্তী অঞ্চলের বেশিরভাগ পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্রগুলিকেই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশ মেনেই বেশিরভাগ পারমাণবিক কেন্দ্রগুলি এখনও বন্ধ৷ কিন্তু ফুকুশিমা দাইনি পাওয়ার প্ল্যান্টে বর্তমানেও মজুত ছিল পারমাণবিক শক্তি৷ আর তাই এই কেন্দ্রটির শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা খারাপ হয়ে যাওয়ায় ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷

The post সুনামি ও ভয়াবহ ভূমিকম্প জাপানে, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement