shono
Advertisement

শরীরে আঁচিল? ক্যানসার নয় তো?

ক্লিক করে দেখে নিন- লক্ষণ মিলছে না তো? The post শরীরে আঁচিল? ক্যানসার নয় তো? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:52 PM Oct 18, 2016Updated: 12:22 PM Oct 18, 2016

সোমা মজুমদার: শরীরে টিউমারের মতো কী যেন একটা হয়েছে! ব্যথাহীন লাম্প থেকে ক্যানসার ছড়াচ্ছে না তো? সাতপাঁচ ভেবে আতঙ্কিত হবেন না৷ শরীরের কোনও অংশে টিউমারের মতো ফোলা মাংসপিণ্ড দেখা দিলেই আঁতকে ওঠার কিছু নেই৷ তেমনই অবহেলাও করবেন না৷ ফেলে রাখবেন না৷ চিকিৎসকের পরামর্শমতো পরীক্ষা করিয়ে রোগ শনাক্ত করুন৷

Advertisement

বেনাইন ও ম্যালিগন্যান্ট:
টিউমার দু’ধরনের হয়৷ বেনাইন এবং ম্যালিগন্যান্ট৷ অনেক সময় জন্ম থেকে অথবা ছোট বয়স থেকে শরীরের কোনও অঙ্গে বেনাইন টিউমার থাকে৷ এতে ভয়ের তেমন কোনও কারণ নেই৷ বেনাইন টিউমারে ক্যানসারের প্রবণতা থাকে না৷ এটি যে স্থানে হয় তার চারপাশের কোষ অথবা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে না৷ কিন্তু বেনাইন ক্যানসারও গুরুতর হতে পারে যদি সেটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে যেমন রক্তের কোষে অথবা স্নায়ুতে হয়ে থাকে৷ অনেক সময় আবার বেনাইন টিউমারের চিকিৎসারও দরকার হয় না৷ ম্যালিগন্যান্ট টিউমার প্রাথমিক পর্যায়ে সারিয়ে ফেলা যায়৷ বেশিরভাগ ক্ষেত্রে একবার টিউমার বের করে দিলে পুনরায় তা ফিরে আসার সম্ভাবনা কম৷ ম্যালিগন্যান্ট টিউমার থেকেই ক্যানসার হয়৷ এই ধরনের টিউমারগুলি ধীরে ধীরে তার চারপাশের কোষ এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে৷

টিউমার থেকে ক্যানসার বুঝবেন কীভাবে?
বেশিরভাগ ক্ষেত্রে ম্যালিগন্যান্ট টিউমার থেকেই ক্যানসার হয়৷ ম্যালিগন্যান্ট টিউমারে কোষ বিভাজন হয়৷ টিউমারের আকৃতি বাড়তে দেখলে অবশ্যই ডাক্তারের মতামত নিন৷ কোনও জায়গায় চোট পেলেও অনেক সময় ফোলা বা কাটা জায়গা থেকে ক্যানসার হতে পারে৷ অনেক ধরনের ক্যানসার ত্বকের মাধ্যমে অনুভূত হয়৷ এই ক্যানসারগুলি প্রধানত স্তন, অণ্ডকোষ বা শুক্রাশয়, নিঃসারক গ্র‌ন্থি এবং শরীরের নরম কলাগুলিতে বেশি দেখা যায়৷ টিউমার বা যে কোনও ধরনের ফোলা মাংসপিণ্ড ক্যানসারের প্রাথমিক অথবা শেষ পর্যায়ে হতে পারে৷ আপনি যদি এর আকার বাড়তে দেখেন তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করান৷ প্রাথমিকভাবে ম্যালিগন্যান্ট টিউমারে কোনও ব্যথা অনুভূত হয় না৷ ফলে ম্যালিগন্যান্ট টিউমারের প্রাথমিক পর্যায়ে সেভাবে কোনও নির্দিষ্ট উপসর্গ দেখা না গেলেও কিছুদিনের মধ্যে ওজন হ্রাস, অ্যানিমিয়া ইত্যাদি লক্ষণ চোখে পড়ে৷ যতই সেই ক্যানসার আক্রান্ত টিউমারের আকৃতি বাড়তে থাকে, ততই তা আশপাশের স্নায়ু এবং পেশিগুলিতে চাপ দেয়৷ আর তখনই ব্যথা বা যন্ত্রণা অনুভূত হয়৷

ক্যানসারের উপসর্গ:
১) ফুসফুস ক্যানসার: শুকনো বা দীর্ঘদিনের কাশি, কাশতে কাশতে প্রায়ই কফের সঙ্গে রক্ত বেরনো, বুকে ব্যথা, ওজন হ্রাস, নিশ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি৷
২) লিম্ফোমা ক্যানসার: লসিকার আকৃতি বৃ‌দ্ধি, দুর্বলতা, ওজন হ্রাস৷
৩) স্তন ক্যানসার: স্তনে টিউমার বা মাংসপিণ্ড, স্তনবৃন্ত থেকে রক্ত নিঃসরণ, স্তন ও স্তনবৃন্তের আকার এবং ধরনের পরিবর্তন৷
৪) প্রস্টেট ক্যানসার: সাধারণভাবে প্রস্রাবে সমস্যা হলেও কখনও কখনও কোনও উপসর্গই বোঝা যায় না৷ তবে ক্যানসার ছড়িয়ে পড়লে তীব্র ব্যথা অনুভূত হয়৷
৫) বোসাল সেল ক্যানসার: মূলত মুখ এবং গলার মতো যেসব অংশে সূর্যের আলো পড়ে এমন জায়গায় একটি সাদা টিউমার অথবা বাদামি রঙের ছোপ দাগ দেখা যায়৷
৬) মেলানোমা স্কিন ক্যানসার: শরীরের যে কোনও অংশে অস্বাভাবিক বৃদ্ধি অথবা শরীরের কোনও আঁচিলের আকারের পরিবর্তন৷
৭) কোলন ক্যানসার: এটি ক্যানসারের স্থান এবং আকৃতির উপর নির্ভর করে৷ সাধারণত মলত্যাগে সমস্যা, মলের সঙ্গে রক্ত বের হওয়া এবং পেটে অস্বস্তি বোধ হওয়া৷
৮) ‌লিউকিমিয়া: ধীর গতিতে বৃদ্ধিপ্রাপ্ত এই ক্যানসারের রোগীদের অনেক সময় কোনও উপসর্গ দেখতে পাওয়া যায় না৷ দ্রুত বৃ‌দ্ধি পেলে দুর্বলতা, ওজন হ্রাস, সহজে রক্তক্ষরণ, মাথাব্যথা, ঘাম হওয়া, অনবরত শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হওয়া, নিশ্বাসে কষ্ট, ত্বকে লাল লাল ফুসকুড়ি ইত্যাদি৷
৯) এছাড়া ম্যালিগন্যান্ট টিউমার থেকে আরও বিভিন্ন ধরনের ক্যানসার হতে পারে৷ তবে সাধারণভাবে হঠাৎ করে খিদে কমে যাওয়া, ওজন হ্রাস, রক্তাল্পতা, মলের সঙ্গে রক্ত ইত্যাদি যে কোনও কিছু ক্যানসারের লক্ষণ হতে পারে৷ মহিলাদের ক্ষেত্রে এইচপিভি ভাইরাস থেকে জরায়ুর ক্যানসার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে৷ তাই এই ধরনের কোনও উপসর্গ শরীরে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷

ব্রেস্ট ক্যানসার এড়াতে সতর্কতা:
প্রাথমিকভাবে রোগী তাঁর স্তনে আচমকাই টিউমারের মতো ফুলে ওঠা মাংসপিণ্ড অনুভব করেন৷ যা থেকে ধীরে ধীরে ব্যথা হয়, ফুসকুড়ি অথবা চুলকানির মতো সমস্যাও হতে পারে৷ তবে স্তনে সামান্য ফোলাভাব দেখলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই৷ কারণ অনেক ক্ষেত্রে ক্যানসার না হওয়ার সম্ভাবনাও থাকে৷

ডাক্তার কখন দেখাবেন:
১) স্তনে টিউমারের মতো ফোলা ভাব হলে৷
২) স্তনের ত্বক লাল হলে৷
৩) যে কোনও একটি স্তনবৃন্তের চারদিকে অথবা উপরে লাল লাল ফুসকুড়ি দেখা দিলে৷
৪) স্তনের একটি অংশ ভারী লাগলে৷
৫) যে কোনও একটি স্তনবৃন্ত থেকে রক্ত নিঃসরণ হলে৷
৬) স্তনবৃন্তের ধরন ও আকার বা স্তনের আকারের পরিবর্তন হলে৷

ক্যানসার রোধের জন্য:
১) তামাক জাতীয় দ্রব্য বর্জন করুন৷
২) স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা মেনে চলুন৷
৩) গ্রিন টি পান করুন৷
৪) খাদ্যতালিকায় পিঁয়াজ, রসুন রাখুন৷
৫) দীর্ঘদিনের সংরক্ষণ করে রাখা খাবার বর্জন করুন৷
৬) প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না৷
৭) নির্দিষ্ট বয়সে মহিলাদের এইচপিভি ভাইরাসের টীকা নেওয়া৷
৮) কোনও ধরনের অসুবিধা হলে প্রতি মাসে মহিলাদের নিয়মিত ব্রেস্ট ক্যানসার হয়েছে কি না তা পরীক্ষা করা উচিত৷

ক্যানসার নিয়ে ভ্রান্ত ধারণা:
১) ক্যানসার মানেই মৃত্যু নয়৷ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে ক্যানসার সেরে যায়৷ এর জন্য সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করতে হবে৷
২) ক্যানসার ৫% বংশগত৷ তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই৷
৩) ক্যানসারে অপারেশন করা উচিত নয়, এই ধারণা একেবারেই ভুল৷ বায়োপসি করলে ছড়িয়ে পড়ে, এমনটা ভাবাও ঠিক নয়৷ কিছু নিয়ম অনুসরণ করলে প্রাথমিক পর্যায়ে ক্যানসার নির্মূল করা সম্ভব৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভয় পেয়ে অনেকটা দেরি করে ফেলেন৷ ফলে ততদিনে ক্যানসারের আকারও বেড়ে যায় এবং পরিণতিতে এগিয়ে আসে মৃত্যু৷

আরও জানতে সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালট্যান্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডা. অর্ণব গুপ্তকে ফোন করুন এই নম্বরে- 9831013063। এছাড়া ক্লিক করে দেখে নিন epaper.sangbadpratidin.in

The post শরীরে আঁচিল? ক্যানসার নয় তো? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement