shono
Advertisement

মোদি থেকে শাহরুখ, শচীন থেকে নেইমার, অভিনন্দনের বন্যায় ভাসছেন মেসি

Posted: 01:07 AM Dec 19, 2022Updated: 01:07 AM Dec 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তের গতি বাড়িয়ে দেওয়া ফাইনাল জিতে ৩৬ বছরের ট্রফি খরা কাটিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের খুশির মুহূর্তে সামিল হচ্ছে গোটা বিশ্ব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে অভিনন্দন জানান আর্জেন্টিনা দলকে। মোদি লিখেছেন, ''সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এই ফাইনাল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন! এবারের টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লাখো লাখো ভারতীয় ভক্ত।''

Advertisement

 

 

লিওনেল মেসির সঙ্গে শচীন রমেশ তেন্ডুলকরের অনেক মিল। দু' জনেই শেষ বিশ্বকাপে এসে ট্রফি তোলেন। লুসেইল স্টেডিয়ামে রক্তের গতি বাড়িয়ে দেওয়া ফাইনালে শেষ হাসি তোলা থাকল লিওনেল মেসির জন্য। আর্জেন্টিনার কাপ জয়ের পরে মাস্টার ব্লাস্টার টুইট করে অভিনন্দন জানান ফুটবলের রাজপুত্রকে। অভিনন্দন জানান আর্জেন্টিনাকে। শচীন লেখেন, ''মেসির জন্য কাপ জেতার জন্য  অনেক অভিনন্দন আর্জেন্টিনাকে। অভিযান শুরু করার পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল ওরা। বিশেষ করে ধন্যবাদ জানাই মার্টিনেজকে। এক্সট্রা টাইমের প্রায় শেষের দিকে দুরন্ত সেভ করে দলকে বাঁচাল। মার্টিনেজের ওই দুরন্ত সেভাটার পরই আমার মনে হয়েছিল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।'' 

 

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী টুইট করে লিখেছেন, ''আমার দেখা সেরা ফুটবল ম্যাচ। ১২০ মিনিট জুড়ে আবেগের বিস্ফোরণ দেখলাম। তার পরে সবটাই নির্ধারিত হল স্পট থেকে। হোয়াট আ শো। হোয়াট আ স্পোর্ট। লিওনেল মেসি।'' 

মেসি বিশ্বকাপ হাতে নিলেন। নেইমার অনেক আগেই বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে। বার্সোলোনায় মেসির সঙ্গে খেলেছেন নেইমার জুনিয়র। প্যারিস সাঁ জাঁ-তেও মেসির সতীর্থ তিনি। ব্রাজিলীয় তারকা বন্ধুকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ''অভিনন্দন বন্ধু।'' 

শাহরুখ খান আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, ''আমরা অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনাল দেখলাম। আমি টিভিতে আমার মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখেছিলাম। সেটা মনে পড়ছে। এখন আমার বাচ্চাদের সঙ্গে বিশ্বকাপ উপভোগ করি। আমাদের সবাইকে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নে বিশ্বাস রাখার জন্য মেসিকে ধন্যবাদ।'' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement