shono
Advertisement

স্বাধীনতা দিবস উদযাপনের আবহেই পুণেতে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, গ্রেপ্তার ২

অপ্রীতিকর ঘটনা ঘটার আতঙ্কে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন।
Posted: 03:52 PM Aug 16, 2023Updated: 03:58 PM Aug 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছিল গোটা দেশ। আর ঠিক তার আগের রাতে শোনা গেল ‘পাকিস্তান জিন্দাবাদ’। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাটিতেই উঠল এই স্লোগান। যে অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হল।

Advertisement

ঘটনা পুণের কোন্ধওয়া এলাকার। পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার সন্ধেয় ওই এলাকার বাসিন্দাদের থেকে খবর মেলে যে দুই ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তুলেছেন। একটি নির্মীয়মান বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাঁরা সেই স্লোগান শুনতে পান। উল্লেখ্য, ১৪ আগস্টই পড়শি দেশে স্বাধীনতা দিবস পালিত হয়। সেদিনই পাকপন্থী স্লোগান শোনা যায় তাঁদের মুখে।

[আরও পড়ুন: তালিবান বন্দুক দেখালেই কি পড়া থামবে! বিশ্বমঞ্চে লড়াই আফগান মহিলাদের]

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা হলেন আকবর নাদাফ এবং তকির। উভয়ই নিরাপত্তারক্ষীর কাজ করেন। নির্মীনমান এলাকাতে কাজ করতেন তকির। অন্যদিকে একটি বেকারির নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন আকবর।

ভারতীয় দণ্ডবিধির ১৫৩ নম্বর ধারায় অর্থাৎ দাঙ্গা কিংবা অশান্তিমূলক কাজের উসকানি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে দু’জনের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত করছে পুণে সিটি পুলিশ (Pune City Police)। দুই ব্যক্তির বাড়ি কোথায়, তাঁরা ঠিক কী উদ্দেশ্যে এই স্লোগান তুলেছিলেন, তাঁদের জেরা করে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। তবে এমন ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আতঙ্কে অনেকেই উদ্বিগ্ন।

[আরও পড়ুন: ‘প্রথম প্রধানমন্ত্রীর কৃতিত্বে ভীত মোদি’, নেহরু মেমোরিয়ালের নামবদল নিয়ে তোপ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement