shono
Advertisement

মর্মান্তিক! খেলার মাঝেই লক হল গাড়ি, দম বন্ধ হয়ে মৃত্যু দুই শিশুর

বিকেলে বাড়ির কাছেই খেলতে বেরিয়েছিল মৃত সেলিম ও আমান।
Posted: 05:38 PM Jun 14, 2022Updated: 09:57 PM Jun 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির কাছেই খেলতে গিয়ে আর ঘরে ফিরল না দুই শিশু। মর্মান্তিক মৃত্যু হল তাদের। খেলতে খেলতে কিছু দূরে দাঁড় করানো একটি গাড়িতে উঠে পড়েছিল ওরা। গাড়িতে ওঠা মাত্র বন্ধ হয়ে যায় ওই গাড়ির স্বয়ংক্রিয় দরজা, এর ফলেই ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশুর।

Advertisement

সোমবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বদায়ুঁ (Badaun) জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম সেলিম ও আয়ান। দু’জনেরই বয়স পাঁচ বছর। সোমবার বিকেলে অন্যদিনের মতোই বাড়ির বাইরে খেলতে বেরিয়ে ছিল তারা। সন্ধে গড়ালেও বাড়ি ফিরছে না দেখে চিন্তায় পড়ে পরিবার। আশপাশের এলাকায় খোঁজ করেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। এরপরেও খোঁজ না মেলায় স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে বারবার দুই শিশুর নাম ঘোষণা করা হয়। যদিও তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত রাত ১০টা নাগাদ পুলিশে খবর দেয় পরিবারের লোকেরা।

[আরও পড়ুন: ‘সরকারি নীতির বিরুদ্ধে লড়ছি, দাদার বিরুদ্ধে নয়’, কেন্দ্র বিরোধী আন্দোলনে অনড় মোদির ভাই]

এলাকায় পুলিশ এসে খোঁজখবর চালানোর পরেই নজরে আসে একটি গাড়ি। যেটি দাঁড় করানো ছিল ওই শিশুদের বাড়ি থেকে খানিক দূরে। গাড়িটির জানলায় পর্দা ছিল। তার মধ্যেও একটি শিশুর হাত চোখে পড়ে পরিবারের একজনের। দ্রুত গাড়ির দরজা খুলতেই দেখা যায় ভেতরে রয়েছে সেলিম ও আয়নের নিথর দেহ। দুই শিশুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালের চিকিৎসকরা জানান দু’জনেরই মৃত্যু হয়েছে ততক্ষণে।

[আরও পড়ুন: সিনেমার চেয়েও রোমহর্ষক, কোটি টাকার জীবন বিমা হাতাতে স্বামীকে খুন করল স্ত্রী!]

স্থানীয় পুলিশ আধিকারিক সঞ্জীব শুক্লা (Sanjeev Shukla) বলেন, “বাড়ির আশপাশের অলিগলি খুঁজেও পাওয়া যাচ্ছিল না শিশুদের। তখনই কিছু দূরে দাঁড় করানো একটি স্করপিও নজরে আসে আমাদের। পরিবারেরই একজন গাড়িটির জানলায় একটি শিশুর হাত দেখে চিৎকার করে ওঠেন।” তিনি আরও বলেন, “পরিবারের উপস্থিতিতেই আমরা গাড়ির দরজা খুলি । দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement