shono
Advertisement

ঢাকায় বন্দুকবাজের হামলা, আওয়ামি লিগ নেতা-সহ নিহত ২

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
Posted: 04:37 PM Mar 25, 2022Updated: 04:37 PM Mar 25, 2022

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) খুন আওয়ামি লিগ নেতা-সহ দুই। শুক্রবার রাজধানী ঢাকায় ঘটা ওই ঘটনায় নিহত হয়েছেন শাসকদলের নেতা জাহিদুল ইসলাম টিপু। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এক ছাত্রীও। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ঢাকায় ইসকন মন্দিরের সম্পত্তি দখল করতেই হামলা মৌলবাদীদের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন]

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে শাসকদল আওয়ামি লিগের নেতা নিহত হয়েছেন। দুষ্কৃতীদের ছোঁড়া ১০/১২টি গুলিতে লিগ নেতার গাড়িচালকও আহত হন। কিন্তু ওই সময় ঘটনাস্থল দিয়ে রিকশায় চেপে যাওয়া সামিয়া আফরিন প্রীতি (২৪) নামের এক তরুণীও নিহত হয়েছেন। সামিয়া আফরিন প্রীতি ঢাকার একটি কলেজের ছাত্রী। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্নাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকার শাহজাহানপুর ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে অস্ত্রধারীরা মোটরবাইকে এসে আওয়ামি নেতার গাড়ি লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায়। তখন গাড়ির ভেতর বসা আওয়ামি লিগ নেতা জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হন চালক মুন্নাও। পাশ দিয়ে যাওয়া রিকশায় বসা প্রীতি গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপর পড়ে যান। এলোপাতাড়ি গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকে। রাত ১১টায় স্থানীয়রা গুলিবিদ্ধ তিনজনকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, খুনীদের ধরতে সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ পুলিশের আধিকারীকরা কাজ করছেন। এ ছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহত সামিয়া প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, তাঁরা রিকশায় তিলপাপাড়া যাচ্ছিল। খিলগাঁও রেলগেটের কাছাকাছি যাওয়ার সময় পেছনে ১০-১২টি গুলির শব্দ শোনা যায়। তখন রিকশা থেকে নেমে দৌড় দেন তাঁরা। সেই সময় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যান প্রীতি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[আরও পড়ুন: ঢাকায় ইসকন মন্দিরের সম্পত্তি দখল করতেই হামলা মৌলবাদীদের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement