shono
Advertisement

ত্রিপুরায় ‘সাম্প্রদায়িক হিংসা’র খবর করার পরই আটক দুই মহিলা সাংবাদিক! তুঙ্গে বিতর্ক

ওই দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে FIR দায়ের করেন বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী।
Posted: 08:47 PM Nov 14, 2021Updated: 09:04 PM Nov 14, 2021

সংবাদ প্রতিদিন ব্যুরো: ত্রিপুরায় সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে আটক দুই মহিলা সাংবাদিক। বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) এক সদস্যের অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করেছে অসম পুলিশ। রবিবার অসমের নিলামবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাচক্রে ওই দুই সাংবাদিক আগেই ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছিলেন।

Advertisement

সমৃদ্ধি সাকুনিয়া (Sammriddhi Sakunia) এবং স্বর্ণা ঝা (Swarna Jha ) নামের ওই দুই সাংবাদিক গত দু’দিন ধরেই ত্রিপুরার ‘সাম্প্রদায়িক অশান্তি’ নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করে আসছেন। HW News Network নামে এক সংস্থার ওই দুই প্রতিনিধি ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাম্প্রদায়িক অশান্তির চিত্র তুলে ধরার চেষ্টা করছিলেন। শনিবার স্বর্ণা ঝা নামের ওই মহিলা সাংবাদিক দাবি করেছিলেন, ত্রিপুরার পানিসাগর এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা একটি মসজিদ ভেঙে দিয়েছেন।বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে স্থানীয়দের ভয় দেখানোরও অভিযোগ করেন তিনি। একইভাবে তাঁর সহকর্মী সমৃদ্ধি সাকুনিয়াও সাম্প্রদায়িক হিংসা নিয়ে বিস্ফোরক দাবি করেন।

[আরও পড়ুন: পুরভোটের আগে ত্রিপুরাকে ‘উপহার’ মোদির! প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেলেন দেড় লক্ষ মানুষ]

তারপরই ওই দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে ত্রিপুরায় একটি এফআইআর দায়ের করেন বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী। তাঁর অভিযোগ ছিল, ওই দুই মহিলা সাম্প্রদায়িক হিংসা এবং হানাহানিতে উসকানি দিচ্ছেন। তারপরই ত্রিপুরা পুলিশ ওই দুই মহিলা সাংবাদিককে নোটিস পাঠায়। এমনকী, রাতে হোটেলে তাঁদের জিজ্ঞাসাবাদও করতে যায় পুলিশ। যদিও ওই দুই সাংবাদিক অভিযোগ করেন, তাঁদের হোটেলে জোর করে আটকে রেখেছিল ত্রিপুরা পুলিশ। আজ সকালে হোটেল থেকে বেরনোর অনুমতি পান তাঁরা। কিন্তু অসম যাওয়ার পথে ওই দুই সাংবাদিককে আটক করে অসম পুলিশ।

সমৃদ্ধি সাকুনিয়া নামের এক সাংবাদিকের অভিযোগ, ত্রিপুরায় হওয়া এফআইআরের ভিত্তিতেই তাঁদের আটক করেছে অসম পুলিশ। আপাতত ওই দুই সাংবাদিকের আটক হওয়া নিয়ে উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি। এমনকী এডিটর্স গিল্ডও তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement