সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় দাঁড়িয়ে লাইভ করছেন দক্ষিণ কোরিয়ার ইউটিউবার। লাইভ চলাকালীন এক যুবক তাঁর হাত ধরে টানছে। এক বন্ধুর বাইকে ওঠার প্রস্তাব দিচ্ছে। এমনকী তাঁর গালে জোর করে চুমু দেওয়ারও চেষ্টা করছে। পুরোটাই হচ্ছে মুম্বইয়ের ভিড়ে ঠাসা রাস্তায়। তরুণী ইউটিউবারকে হেনস্তার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ কোরিয়ার ইউটিউবার হেনস্তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক টুইটার ব্যবহারকারী। মিনিটখানেক ওই ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে যুবক ইউটিউবারকে হেনস্তা করছে। জোর করে হাত ধরে নিয়ে যাচ্ছে। বাইকে চড়ার প্রস্তাব দিচ্ছে। আবার ওই যুবকই তরুণীর গালে জোর করে চুমু দেওয়ার চেষ্টাও করছে। যদিও পুরো পরিস্থিতি সুকৌশলে সামাল দিয়েছেন ইউটিউবার। আর তারপরই যুবক চলে যায়। ওই যুবকের কবলমুক্ত হন তরুণী।
[আরও পড়ুন: ‘কাউকে অপমান করতে চাইনি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্যে ক্ষমাপ্রার্থী ইজরায়েলি পরিচালক]
এক নেটিজেনের টুইট উল্লেখ করে ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গত রাতে লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের সময় একজন যুবক আমাকে হেনস্তা করে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। সঙ্গে এক বন্ধু থাকায় ওই যুবকের হাত থেকে রক্ষা পাই। কেউ কেউ দাবি করেছেন আমি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। তাঁদের এই মন্তব্যের জন্য লাইভ স্ট্রিমিংয়ের আগে আমাকে আরও একবার ভাবতে হবে।”
এই ঘটনায় নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ভিডিও দেখে দুই যুবককে চিহ্নিত করা হয়। তরুণী ইউটিউবারকে হেনস্তার অভিযোগে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।