অর্ণব আইচ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও ২। ধৃত দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ দু’জনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৩।
গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর প্রাণহানি হয়। তাঁর বাবার দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। দফায় দফায় জেরার পর শুক্রবার রাতে পুলিশ সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২২ আগস্ট ফের আদালতে পেশ করা হবে তাকে।
[আরও পড়ুন: স্টেশনে হেল্প ডেস্ক খোলা-সহ একাধিক সুবিধা, পরিযায়ী শ্রমিকদের জন্য আরও পরিষেবা নবান্নের]
ঠিক কীভাবে স্বপ্নদীপের মৃত্যু হল, তা জানতে সৌরভকে টানা জেরা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। তাকে দফায় দফায় জেরায় আরও বেশ কয়েকজন নাম উঠে এসেছে বলেই খবর। সেই সূত্র ধরে পুলিশ আরও দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতেরা হল দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ। দীপশেখর অর্থনীতির ছাত্র। তিনি বাঁকুড়ার বাসিন্দা। অপর ধৃত মনোতোষের বাড়ির হুগলির আরামবাগ। সমাজবিদ্যার দ্বিতীয় বর্ষের পড়ুয়া। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৩। তাদের জেরা করে আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কিনা, সেটাই এখন দেখার।