shono
Advertisement

Breaking News

জিডি বিড়লায় শিশুকে যৌন হেনস্তা মামলা: ৬ বছর পর দোষী সাব্যস্ত দুই শিক্ষক

৩১ তারিখ দোষীদের সাজা ঘোষণা।
Posted: 07:59 PM Mar 29, 2023Updated: 08:03 PM Mar 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় দোষী সাব্যস্ত কলকাতার বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের দুই শিক্ষক। জানা গিয়েছে, এই ঘটনায় স্কুলের শারীরশিক্ষার (Physical Education) দুই শিক্ষক দোষী সাব্যস্ত হয়েছেন। আগেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার আলিপুর আদালত তাদের দোষী (Convicted) সাব্যস্ত করেছে। আগামী ৩১ তারিখ সাজা ঘোষণা।

Advertisement

ঘটনা বছর ছয়েক আগেকার। রানিকুঠির জিডি বিড়লা স্কুলের (GD Birla School) বছর চারের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শারীরশিক্ষার দুই শিক্ষকের বিরুদ্ধে। ২০১৭ সালে স্কুল ছুটির পর শৌচালয়ে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁরা স্কুলে মেয়েকে আনতে গিয়ে দেখেন, মেয়ে শৌচালয়ে দাঁড়িয়ে কাঁদছে, স্কুলড্রেসে রক্তের দাগ। যাদবপুর থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পরে ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাও হয়।

[আরও পড়ুন: ‘চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত’, DA আন্দোলনকারীদের তীব্র আক্রমণ মমতার]

এই ঘটনা নিয়ে সেসময় উত্তাল হয়েছিল গোটা কলকাতা। শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকদের বরখাস্ত, কঠিন শাস্তি-সহ একাধিক দাবিতে পথে নেমেছিলেন অন্যান্য স্কুলের অভিভাবকরাও। মামলার জল গড়ায় বহু দূর। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনের চার ও ছ নম্বর ধারায় মামলা হয়। ১৬৪ ধারা অনুযায়ী নির্যাতিতার গোপন জবানবন্দি নিতে সম্মতি দিয়েছিল আদালত। গ্রেপ্তার হয় দুই শিক্ষককে। ৬ বছর ধরে সেই মামলা চলে। এরপর বুধবার আলিপুর আদালত (Alipur Court) তাদের দোষী সাব্যস্ত করল। ৩১ তারিখ শাস্তি ঘোষণা করা হবে। যদিও এই রায়ের বিরোধিতা করে উচ্চতর আদালতে আবেদন করার সুযোগ থাকছে।

[আরও পড়ুন: সহানুভূতি কুড়োতে মরিয়া কংগ্রেস! বিতর্কের কেন্দ্রস্থল থেকেই কর্ণাটকের প্রচার শুরু রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement