মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের অশান্ত কাশ্মীর উপত্যকা৷ শনিবার মধ্যরাতের পর থেকেই শুরু হয় সেনা ও জঙ্গি গুলির লড়াই৷ ভারতীয় সেনার গুলিতে অবন্তীপোরায় নিকেশ দুই জঙ্গি৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷
[আরও পড়ুন: সাংবাদিক বৈঠকে অতিথির ভূমিকায় মোদি, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার]
শনিবার মধ্যরাতের পর গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর পৌঁছায়, দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরার পাঞ্জগামে বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে৷ সেই খবরের ভিত্তিতেই সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালায়৷ সঙ্গে ছিল সিআরপিএফের ১৩০ ব্যাটালিয়ন, ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ৷ ঘটনাস্থলে যৌথ নিরাপত্তাবাহিনীর পৌঁছানোর আঁচ পেতে বিশেষ দেরি হয়নি জঙ্গিদের৷ প্রায় সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এবং সিআরপিএফ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা৷ পালটা জবাব দেয় যৌথবাহিনী৷
রাতভর চলে গুলির লড়াই৷ ভোরের দিকে দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ সূত্রের খবর, সেনার গুলিতে মারা গিয়েছে তারা৷ নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে শওকত আহমেদ দার হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে৷ তবে আরেকজনের পরিচয় এখনও অজ্ঞাত৷
[ আরও পড়ুন: মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলার জের, বহিষ্কৃত বিজেপি নেতা]
এর আগে বৃহস্পতিবারও সেনা-জঙ্গি গুলির লড়াইতে উত্তপ্ত হয়ে ওঠে পুলওয়ামা৷ সেদিনও তিনজন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী৷ শহিদ হন এক সেনা জওয়ানও৷ বেশ কয়েকজন নিরীহ স্থানীয় বাসিন্দাও গুরুতর জখম হন৷ সীমান্তে অশান্তি, জঙ্গি হামলার সঙ্গেই নিত্যদিনের জীবনযাপন উপত্যকাবাসীর৷ তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের চিন্তা লেগেই রয়েছে৷ তবে তিন দিনের মধ্যে মোট আট জঙ্গি নিকেশের ঘটনায় ভারতীয় সেনার সাফল্যে আত্মবিশ্বাস বাড়ছে সব মহলেই৷
The post উপত্যকায় ফের জঙ্গিদমনে সাফল্য, সেনার গুলিতে নিকেশ ২ হিজবুল সদস্য appeared first on Sangbad Pratidin.