shono
Advertisement

বিফলে সব চেষ্টা, ৩ দিন গভীর গর্তে আটকে থাকার পর মৃত্যু দু’বছরের সুজিতের

শুক্রবার রাত থেকে ৭০ ফুট গভীর গর্তে আটকে ছিল ২ বছরের শিশুটি। The post বিফলে সব চেষ্টা, ৩ দিন গভীর গর্তে আটকে থাকার পর মৃত্যু দু’বছরের সুজিতের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 AM Oct 29, 2019Updated: 08:51 AM Oct 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও চেষ্টা, কোনও প্রার্থনাই কাজে এল না। অবশেষে প্রাণ গেল ২ বছরের সুজিত উইলসনের। মঙ্গলবার ভোরে তাকে মৃত বলে ঘোষণা করেন উদ্ধারকারী দলের সদস্যরা। সরকারি আধিকারিকদের তরফে জানানো হয়েছে, আধিকারিকরা সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু, কোনও লাভ হয়নি। গর্তের ভিতরেই সুজিতের দেহে পচন ধরেছে।

Advertisement


সোমবার রাতে উদ্ধারকাজ চলার সময় সুজিত কোথায় আছে, তা সনাক্ত করে ফেলেন উদ্ধারকারী দলের কর্মীরা। তারপর ফের শুরু হয় খনন কাজ। কিন্তু, কিছুক্ষণ পরই গর্ত থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। তার পরই উদ্ধারকারী দলের সদস্যরা সিদ্ধান্তে আসেন, সুজিতের মৃত্যু হয়েছে। আরও ১২ ঘণ্টার চেষ্টার পর তাঁর দেহ উদ্ধার করা গিয়েছে। এবং তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুজিতের মৃত্যুতে শোকস্তদ্ধ তার পরিবার। গোটা দেশ তার উদ্ধারের জন্য প্রার্থনা করছিল। কিন্তু, তাতেও কোনও লাভ হল না।

[আরও পড়ুন: ডিম খেতে দিত না স্বামী, রাগে প্রেমিকের সঙ্গে পালাল গৃহবধূ]

উল্লেখ্য, শুক্রবার তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে বাড়ির সামনেই খেলা করছিল ছোট্ট সুজিত উইলসন। হঠাৎই অসাবধানতায় ওই গভীর কূপে পড়ে যায় সে। কেউ আশপাশে না থাকায় প্রথমে ব্যাপারটা কারও নজরেই আসেনি। টনক নড়তেই খবর দেওয়া হয় পুলিশ এবং এনডিআরএফ-এর টিমকে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রাজ্যের উদ্ধারকারী দলের সঙ্গে একজোট হয়ে কাজ শুরু করেন এনডিআরএফ কর্মীরা।

[আরও পড়ুন: কাশ্মীরে ফের নিরাপত্তা রক্ষীদের উপর গ্রেনেড হামলা, জখম কমপক্ষে ২০]

প্রথমে সুজিতকে উদ্ধার করতে গভীর গর্তের ভিতর দড়ি ঝুলিয়ে দিয়েছিলেন উদ্ধারকারী দলের কর্মীরা। তখন শিশুটি ছিল গর্তের ২৬ ফুট গভীরে। দড়ি তার হাতের কাছাকাছি পৌঁছলে, গিঁট বেঁধে, তা দিয়েই সুজিতকে টেনে উপরে তোলার চেষ্টা করেছিলেন এনডিআরএফ কর্মীরা। কিন্তু এতে হিতে বিপরীত হয়। দড়ি ধরতে গিয়ে হাত পিছলে, সুজিত গর্তের আরও গভীরে ঢুকে যায়।
স্পষ্ট করে বলতে গেলে ৭০ ফুট গভীরে চলে যায় সে। আর এর পরই তাকে উদ্ধার করার প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়ে। গর্তের ভিতর খাবার এবং অক্সিজেন পাঠানো হয়। তার পাশেই আরও একটি ১০০ ফুটের গর্ত খুঁড়ে তার কাছাকাছি পৌঁছনোর চেষ্টাও করছে উদ্ধারকারী দলগুলি। কিন্তু, কিছুতেই কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত বাঁচানো যায়নি সুজিতকে।

The post বিফলে সব চেষ্টা, ৩ দিন গভীর গর্তে আটকে থাকার পর মৃত্যু দু’বছরের সুজিতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement