দেশ আনলক ওয়ান পর্বে প্রতিদিনই করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে। ফলে আনলক টু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। ফের না লকডাউনের পথে হাঁটতে হয়, এই চিন্তা থাকছেই। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ৯৫২০ জনের। পাশাপাশি এ রাজ্যেও করোনা সংক্রমণের হার বাড়ছে, বিশেষত শহর কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,০৮৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
বেলা ১.০৫: হিমাচল প্রদেশে ৫২৭ জনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের সংক্রমণ।
বেলা ১২.৪৫: করোনায় আক্রান্ত হয়ে সোমবার মারা গেলেন বাংলাদেশের সিলেটের প্রাক্তন মেয়র। ঢাকা হসাপাতালে ভরতি রয়েছেন আর ২ মন্ত্রী।
বেলা ১২.৩০: সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মার্কেট এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হল।
বেলা ১২.০০: করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে শুরু হল সর্বদলীয় বৈঠক। বৈঠকে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বেলা ১১.৩০: আড়াই মাস পর খুলল বেলুড়মঠ মন্দির। জারি করা হয়েছে একাধিক নিয়মাবলী।
বেলা ১১.০০: রাস্তায় পড়ে থাকা ব্যবহৃত মাস্ক থেকে বাড়তে পারে সংক্রমণের মাত্রা। এই মর্মে জরুরি বৈঠকের ডাক পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের
সকাল ১০.৪৫: ভোপালের করুণাধাম আশ্রমে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সকাল ১০.১৫: ২৯ জন সিআরপিএফ কর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।
সকাল ৯.৪৫: আড়াই মাস পর মধ্যপ্রদেশের ভোপালে খুলল ধর্মস্থানগুলি।
সকাল ৯.৩০: ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫০২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নমুনা। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩২৫ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৯ হাজার ৫২০ জন।
সকাল ৯.০০: চিনের বেজিংয়ে ফের বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। ১০ টি স্থানকে সংক্রমণের এলাকা হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।
সকাল ৮.০০: মুম্বইতে আজ থেকে চালু করা হল লোকাল ট্রেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই ট্রেনে যাতায়াত করবেন।
The post করোনা LIVE UPDATE: বাড়ছে সংক্রমণের মাত্রা, মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৯ হাজারের গণ্ডি appeared first on Sangbad Pratidin.