shono
Advertisement

করোনা LIVE UPDATE: বাড়ছে সংক্রমণের মাত্রা, মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৯ হাজারের গণ্ডি

মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪জন। The post করোনা LIVE UPDATE: বাড়ছে সংক্রমণের মাত্রা, মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৯ হাজারের গণ্ডি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 AM Jun 15, 2020Updated: 01:36 PM Jun 15, 2020

দেশ আনলক ওয়ান পর্বে প্রতিদিনই করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে। ফলে আনলক টু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। ফের না লকডাউনের পথে হাঁটতে হয়, এই চিন্তা থাকছেই। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ৯৫২০ জনের। পাশাপাশি এ রাজ্যেও করোনা সংক্রমণের হার বাড়ছে, বিশেষত শহর কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,০৮৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

বেলা ১.০৫: হিমাচল প্রদেশে ৫২৭ জনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাসের সংক্রমণ।

বেলা ১২.৪৫: করোনায় আক্রান্ত হয়ে সোমবার মারা গেলেন বাংলাদেশের সিলেটের প্রাক্তন মেয়র। ঢাকা হসাপাতালে ভরতি  রয়েছেন আর ২ মন্ত্রী।

বেলা ১২.৩০:  সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মার্কেট  এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হল।

বেলা ১২.০০: করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে শুরু হল সর্বদলীয় বৈঠক। বৈঠকে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বেলা ১১.৩০: আড়াই মাস পর খুলল বেলুড়মঠ মন্দির। জারি করা হয়েছে একাধিক নিয়মাবলী।

বেলা ১১.০০: রাস্তায় পড়ে থাকা ব্যবহৃত মাস্ক থেকে বাড়তে পারে সংক্রমণের মাত্রা। এই মর্মে জরুরি বৈঠকের ডাক পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

সকাল ১০.৪৫: ভোপালের করুণাধাম আশ্রমে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সকাল ১০.১৫:  ২৯ জন সিআরপিএফ কর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।

সকাল ৯.৪৫: আড়াই মাস পর মধ্যপ্রদেশের ভোপালে খুলল ধর্মস্থানগুলি।

সকাল ৯.৩০: ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫০২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নমুনা। ফলে  দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল  ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩২৫ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৯ হাজার ৫২০ জন।

সকাল ৯.০০: চিনের বেজিংয়ে ফের বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। ১০ টি স্থানকে সংক্রমণের এলাকা হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।

সকাল ৮.০০: মুম্বইতে আজ থেকে চালু করা হল লোকাল ট্রেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই ট্রেনে যাতায়াত করবেন।

 

 

 

The post করোনা LIVE UPDATE: বাড়ছে সংক্রমণের মাত্রা, মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৯ হাজারের গণ্ডি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement