shono
Advertisement

ভুয়ো চালক রুখতে সেলফির রক্ষাকবচ আনছে উবের

কলকাতাতেও চালু হচ্ছে এই ব্যবস্থা৷ The post ভুয়ো চালক রুখতে সেলফির রক্ষাকবচ আনছে উবের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:33 PM Mar 14, 2017Updated: 12:30 PM Mar 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাব বুক করার সময় এল একজনের ছবি৷ কিন্তু চালকের আসনে দেখা গেল আর একজনকে৷ উবের যাঁরা চড়েন তাঁদের থেকে এরকম অভিযোগ পেয়েই এবার সতর্ক হল সংস্থাটি৷ ভুয়ো চালক রুখতে এবার চালু হল রিয়েলটাইম আইডি চেক-এর ব্যবস্থা৷

Advertisement

[পারিকরের শপথে স্থগিতাদেশ নয়, নির্দেশ আস্থা ভোটের]

কী করবে এই নতুন আইডি? জানানো হচ্ছে, অনলাইন হওয়ার আগে উবের অ্যাপের মাধ্যমে চালক একটি সেলফি তুলে পাঠিয়ে দেবেন৷ এরপর মিলিয়ে দেখা হবে ওই চালকই সংস্থার সঙ্গে নথিভুক্ত আছেন কিনা৷ নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেলফি পাঠানোর কথাও বলা হচ্ছে৷ যাতে চালক বদলে যেতে না পারে তার জন্যই এই ব্যবস্থা৷

[দেবতার বিরুদ্ধে লেখার ‘সাজা’, লেখকের মুখে কালি কট্টরবাদীদের]

দেশে এই মুহূর্তে প্রায় ৪ লক্ষ চালক সংস্থায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন৷ কিন্তু ২৯টি শহরে এর বাইরেও অনেককে চালকের আসনে দেখা যায়৷ নথিভুক্ত চালকের নাম-ছবি ব্যবহার করে অন্য কেউ স্টিয়ারিংয়ে হাত রাখছেন, এমনটাই অভিযোগ উঠছিল৷ এতে বিপাকে পড়ার সম্ভাবনা ছিল চালকদের৷ তাছাড়া যাত্রীরাও বুঝতে পারতেন না, তাঁরা সঠিক চালককে পেলেন কিনা৷ সেই সমস্যা রুখতেই এই পদক্ষেপ৷ দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় শিগগিরি চালু হবে এই ব্যবস্থা৷

মোদি হাওয়ায় বাড়ল টাকার দাম, উর্ধ্বমুখী শেয়ার

The post ভুয়ো চালক রুখতে সেলফির রক্ষাকবচ আনছে উবের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement