shono
Advertisement
UCC

জানুয়ারিতেই উত্তরাখণ্ডে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা ধামির

পাশ হওয়ার পর প্রায় একবছর কেটে গেলেও কার্যকর হয়নি বিতর্কিত এই আইন।
Published By: Anwesha AdhikaryPosted: 05:56 PM Dec 18, 2024Updated: 05:56 PM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের শুরুতেই উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। বুধবার এই কথা জানালেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে পাশ হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল। কিন্তু প্রায় একবছর কেটে গেলেও কার্যকর হয়নি বিতর্কিত এই আইন।

Advertisement

বুধবার ধামী জানান, 'আগামী বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিকাশের আদর্শ গোটা সমাজে ছড়িয়ে পড়বে এই বিধি কার্যকর হওয়ার পরে। দেবভূমির মহিলা এবং শিশুদের আরও শক্তিশালী করে তুলবে এই নতুন বিধি।' ইতিমধ্যেই বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। নাম নথিভুক্ত করা থেকে শুরু করে কোনও বিশেষ পরিষেবার জন্য আবেদন দাখিল- অনলাইনে অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থা রাখছে দেবভূমি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হয় অভিন্ন দেওয়ানি বিধি বিল। তবে এই বিলের আওতায় রাখা হয়নি দলিত ও জনজাতি সম্প্রদায়ের নাগরিকদের। ফলে বিরোধীদের প্রশ্ন ছিল, তাহলে এই বিলকে কী করে এক দেশ এক আইনের তকমা দেওয়া হচ্ছে? যদিও ১১ মার্চ বিলে সই করে আইনের স্বীকৃতি দেন রাজ্যপাল। তারপরে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে ধামী সরকার। অভিন্ন দেওয়ানি বিধি কীভাবে কার্যকর হবে, সেটাই খতিয়ে দেখে এই কমিটি। জানা গিয়েছে, সাতটি তফসিল এবং ৩৯২টি ধারা রয়েছে নতুন এই বিধিতে।

প্রসঙ্গত, মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, আগামী দিনে সব বিজেপি শাসিত রাজ্যেই চালু হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেন, বিজেপি ইতিমধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে। আগামী দিনে বিজেপি শাসিত সব রাজ্যে এই আইন কার্যকর করা হবে। শাহের স্পষ্ট ইঙ্গিত, কেন্দ্রীয়ভাবে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু না করা গেলেও রাজ্যে রাজ্যে আইন আনা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনলাইনে অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থা রাখছে দেবভূমি।
  • চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হয় অভিন্ন দেওয়ানি বিধি বিল।
  • মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, আগামী দিনে সব বিজেপি শাসিত রাজ্যেই চালু হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি।
Advertisement