shono
Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর জুভেন্তাসের কাছে অসহায় আত্মসমর্পণ মেসির বার্সেলোনার

জোড়া গোল করে একাধিক রেকর্ডের মালিক রোনাল্ডো।
Posted: 08:50 AM Dec 09, 2020Updated: 08:50 AM Dec 09, 2020

জুভেন্তাস: ৩ (রোনাল্ডো ২, ম্যাককিনি)
বার্সেলোনা: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বার্সেলোনার (Barcelona)। মরশুমের শুরুতেই কোচ বদল, ক্লাবের ক্ষমতা হস্তান্তর এবং সর্বোপরি মেসির ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে মহানাটক। এই সব সমস্যার পুরোপুরি সমাধান হওয়ার আগেই মাঠে একের পর এক লজ্জাজনক পারফরম্যান্স কাতালান ক্লাবটিকে একেবারে খাদের কিনারে দাঁড় করিয়েছে। বার্সেলোনার দুর্দশা আরও একবার প্রকাশ্যে এল মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UCL)। মধ্যমানের ফুটবল খেলা জুভেন্তাসের (Juventus) বিরুদ্ধেও ৩-০ গোলে হারতে হল লিওনেল মেসিদের। তাও ঘরের মাঠে। ক্যাম্প নিউ’তে জোড়া গোল করে ফের নায়কের শিরোপা পেলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)।

এদিন ম্যাচ শুরুর আগে দুই দলেরই চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত ছিল। লড়াইটা ছিল গ্রুপে প্রথম স্থান অধিকার করার এবং অবশ্যই সম্মানের। ২০১৮ সালের পর এই প্রথম মুখোমুখি হয়েছিলেন রোনাল্ডো ও মেসি। আর দীর্ঘ প্রতিক্ষার পর এই লড়াইয়ে জয় হল সিআর সেভেনের। পারফরম্যান্সের দিক থেকে হয়তো মেসি (Leo Messi) বেশি নজর কাড়লেন। কিন্তু গোলের খাতায় তিনি শূন্য। অন্যদিকে, রোনাল্ডো পেনাল্টি স্পট থেকে জোড়া গোল করে জোড়া রেকর্ডের মালিক হয়ে গেলেন। ম্যাচের প্রথম গোলটি তাঁর পা থেকে এল ১৮ মিনিটে। দ্বিতীয়টি এল ৫২ মিনিটে। মাঝখানে ২০ মিনিটে ম্যাককিনি একটি গোল করেছেন। এদিনের জোড়া গোলের ফলে রোনাল্ডো ক্লাব কেরিয়ারে ৬৫০ গোলের গণ্ডি পেরলেন। সেই সঙ্গে ক্যাম্প নিউতে ১৪টি গোল করে বার্সার বিপক্ষের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন। প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ঘরের মাঠে পেনাল্টি থেকে জোড়া গোল করার রেকর্ডও তাঁর দখলেই থাকল। এই হারের ফলে নিজেদের গ্রুপে বার্সা শেষ করল দ্বিতীয় স্থানে। ফলে শেষ ষোলয় মেসিদের কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে।

[আরও পড়ুন: ছেষট্টিতেই প্রয়াত মেসিদের বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ সাবেয়া]

এদিকে, বার্সার দুর্দশার দিন আরও এক নামি ক্লাবের দুর্দশা দেখল ফুটবল বিশ্ব। সেটা হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর বি লিপজিগের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল রেড ডেভিলরা। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে ক্রাসানডোরের বিরুদ্ধে ড্র করে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে শেষ করল চেলসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement