রিয়াল মাদ্রিদ: ২ (৪) (জোসেলু ২)
বায়ার্ন মিউনিখ: ১ (৩) (ডেভিস)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL 2023-24) ফাইনালে রিয়াল মাদ্রিদ। রেফারিং নিয়ে একধিক বিতর্কের মধ্যেই বায়ার্ন মিউনিখকে দুই পর্ব মিলিয়ে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল রিয়াল। বুধবার রাতে দ্বিতীয় পর্বের ম্যাচে বায়ার্নকে ২-১ গোলে হারাল লস ব্ল্যানকসরা।
প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে জার্মান দলটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল। ঘরের মাঠে জিতলেই গত ১০ বছরে ষষ্ঠবার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে ফেলতে পারতেন ভিনিসিয়াসরা। তবে এদিন ম্যাচের শুরুর দিকটা মোটেই সহজ ছিল না রিয়ালের (Real Madrid) জন্য। প্রথমে বায়ার্নের কাছে গোল হজম করে পিছিয়েও পড়তে হয়। ম্যাচে ৬৮ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ডেভিস। তখন মনে হচ্ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের মাত দিয়ে হয়তো ফাইনাল খেলতে চলেছে দুই জার্মান দল। কারণ আরেক জার্মান দল ডর্টমুন্ড ইতিমধ্যেই ফাইনালে উঠেছে প্যারিস সাঁ জাঁ-কে হারিয়ে।
[আরও পড়ুন: মোদিজি ঘাবড়ে গেলেন নাকি! আদানি খোঁচার পালটা তোপ রাহুলের]
কিন্তু বায়ার্নের (Bayern Munich) জয় যখন নিশ্চিত মনে হচ্ছিল তখনই জোসেলু নামক এক তারকার আগমন। প্রথমে ম্যাচের ৮৮ মিনিটে গোল করে সমতা ফেরানো। ফের ইনজুরি টাইমে রিয়ালের জয় নিশ্চিত করা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লস ব্ল্যানকসকে সপ্তম স্বর্গে পৌঁছে দিলেন তিনি। ৮৮ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকা বায়ার্ন হারল ২-১ গোলে। দুই পর্ব মিলিয়ে সেমিফাইনালে জার্মানদের হার ৪-৩ গোলে। তবে এই সেমিফাইনালে শেষের দিকে বিতর্কও হল। ইনজুরি টাইমে বায়ার্নের করা একটি গোল অফসাইডের জন্য বাতিল করা নিয়ে সমর্থকরা ক্ষুব্ধ। বায়ার্ন সমর্থকদের দাবি, লাইন্সম্যান ভুল না করলে জয় তাঁদেরই হত।
[আরও পড়ুন: অধিকার আইন লঙ্ঘন! গণছুটিতে বিপর্যস্ত এয়ার ইন্ডিয়াকে তোপ শ্রমিক কমিশনের]
বিতর্ক এড়িয়ে শেষে জয় পেল রিয়াল। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির কাছে হেরে এবারের মতো সেমিফাইনালেই থেমেছে পিএসজির (PSG) চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। প্রথম পর্বের মতো মঙ্গলবার রাতে ঘরের মাঠেও ০-১ গোলে হেরেছে পিএসজি। উল্টোদিকে, ম্যাট হুমেলসের একমাত্র গোলে ভর করে জিতে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে চলেছে ডর্টমুন্ড। প্রথম পর্বে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল ডর্টমুন্ড।