shono
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? মহারাষ্ট্রের বিরোধী জোটে মতানৈক্য, খোঁচা দিচ্ছে বিজেপি

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে অভাবনীয় সাফল্য পেয়েছে বিরোধী জোট মহা বিকাশ আগাড়ি।
Published By: Subhajit MandalPosted: 02:10 PM Jun 28, 2024Updated: 02:10 PM Jun 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট মিটতেই শুরু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। কিন্তু সেই প্রস্তুতিপর্বের শুরুতেই খানিক হোঁচট খেতে হল মহারাষ্ট্রের বিরোধী জোট মহা বিকাশ আগাড়িকে। বিধানসভায় জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, সেই নিয়ে মতানৈক্য এনসিপি শরদ পওয়ার (NCP Sharadh Pawar) এবং শিব সেনার উদ্ধব শিবিরের মতে। যা মেটাতে না পারলে বিধানসভায় সমস্যায় পড়তে পারে মহাজোট।

Advertisement

মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ির (MVA) তিন প্রধান শরিক কংগ্রেস, এনসিপির শরদ পওয়ার এবং শিব সেনার উদ্ধব ঠাকরে শিবির। উদ্ধব শিবির চাইছে বিধানসভায় তাঁদের দলের নেতাকেই মুখ্যমন্ত্রীর মুখ করে এগোক আগাড়ি। অন্যদিকে এনসিপির শরদ শিবির কাউকেই মুখ করার পক্ষে নয়। এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল, জোটের শরিকদের উদ্দেশে দুটি দাবি জানিয়েছেন। এক, কোনও দল নিজেদের মতো আগে থেকে কত আসনে লড়াই করবে, সেটা ঘোষণা করবে না। দুই কাউকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে না।

[আরও পড়ুন: পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কর্নাটকে মৃত ১৩

এর ঠিক উলটো সুরে কথা বলছেন উদ্ধব শিবিরের নেতারা। সঞ্জয় রাউত স্পষ্ট বলছেন, "মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কারও নাম না ঘোষণা করাটা বিরাট বড় ভুল হবে। আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা উচিত।" সরাসরি উদ্ধবের (Uddhav Thakarey) নাম প্রস্তাব না করলেও তাঁর বক্তব্য, "২০১৯ থেকে ২০২২ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন দারুন কাজ করেছেন উদ্ধব। বস্তুত শিব সৈনিকরা স্পষ্ট করে দিচ্ছেন, উদ্ধবকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করা হোক। তাতে আপত্তি আছে শরদ শিবিরের। কংগ্রেস এখনও নীরব। সব মিলিয়ে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরুর আগেই সমস্যায় বিরোধী জোট।

[আরও পড়ুন: জমি দুর্নীতি মামলায় স্বস্তি, হাই কোর্টে জামিন পেলেন হেমন্ত সোরেন]

উল্লেখ্য, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) মহারাষ্ট্রে অভাবনীয় সাফল্য পেয়েছে বিরোধী জোট মহা বিকাশ আগাড়ি। ৪৮ আসনের মধ্যে আগাড়ির দখলে এসেছে ৩০ আসন। বিজেপি জোট পেয়েছে মাত্র ১৭ আসন। কিন্তু লোকসভাতেও বিরোধী শিবিরের জোট মসৃণ ছিল না। বিধানসভায় সেটা না হলে সমস্যা আরও বাড়তে পারে। যা নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়ক বলছেন, "লোকসভায় বেশি আসন পেয়ে ওরা নিজেদের মধ্যে দড়ি টানাটানি শুরু করে দিয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভা ভোট মিটতেই শুরু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি।
  • সেই প্রস্তুতিপর্বের শুরুতেই খানিক হোঁচট খেতে হল মহারাষ্ট্রের বিরোধী জোট মহা বিকাশ আগাড়িকে।
  • বিধানসভায় জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, সেই নিয়ে মতানৈক্য এনসিপি শরদ পওয়ার এবং শিব সেনার উদ্ধব শিবিরের মতে।
Advertisement