shono
Advertisement

Breaking News

INDIA bloc

ইন্ডিয়া জোটের ভাঙন আরও চওড়া! মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে একা লড়ার ঘোষণা উদ্ধব সেনার

স্থানীয় নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে বিশেষ সুবিধা হবে না, মনে করছে উদ্ধব সেনা।
Published By: Subhajit MandalPosted: 05:03 PM Jan 11, 2025Updated: 05:03 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। জোটের তাবড় তাবড় নেতারা ইতিউতি কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন। এবার শিব সেনার উদ্ধব শিবির ঘোষণা করে দিল, মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনগুলিতে কোনও জোট নয়, একাই লড়বে তাঁরা।

Advertisement

শিব সেনার উদ্ধব শিবিরের অন্যতম মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলে দিলেন, "স্থানীয় নির্বাচনগুলিতে জোটে লড়লে শরিক দলগুলির কর্মীদের মনোবল কমে যায়। ফলে দলের সংগঠনের শক্তি বাড়ে না। তাই আমরা নিজেদের শক্তিতেই স্থানীয় নির্বাচনগুলিতে লড়ব।" আরও একবার শরিকদের ঐক্যবদ্ধ রাখতে কংগ্রেসের ব্যর্থতা তুলে ধরেন রাউত। তিনি বলেন, "মহারাষ্ট্রের মতো রাজ্যে ইন্ডিয়া জোটের একজন কনভেনর পর্যন্ত নেই। জোটের সবচেয়ে বড় শরিক হিসাবে কংগ্রেসেরই দায়িত্ব ছিল শরিকদের একত্রিত রাখা।"

আসলে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পরই জোটের অন্দরে চিড় ধরতে শুরু করেছিল। প্রচার প্রক্রিয়া নিয়ে শিব সেনা ও কংগ্রেস একে অপরকে প্রকাশ্যে আক্রমণও শানায়। বিধানসভা নির্বাচনে বিজেপির মহাজুটি ২৮৮ আসনের মধ্যে ২৩০টি আসনে জয় পায়। সেখানে বিরোধী শিবির জেতে মাত্র ৪৬টি আসনে। মুম্বই সংলগ্ন ৩৬ টি আসনের ১০টি আসন পেয়েছে উদ্ধব সেনা। কংগ্রেস মাত্র ৩টি ও সপা একটি।

বস্তুত বিধানসভা নির্বাচনে মুম্বই এলাকায় কমবেশি নিজেদের শক্তি ধরে রেখেছিল উদ্ধব সেনা। বলা ভালো, বালাসাহেবের শিব সেনার জন্মলগ্নের মতো মুম্বই কেন্দ্রিক দলে পরিণত হয়েছে 'উদ্ধব সেনা'। সঞ্জয় রাউতরাও বুঝে গিয়েছেন, আগামী দিনে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অন্তত স্থানীয় নির্বাচনে ভালো ফল করতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তিও বাড়াতে হবে। তাছাড়া, মুম্বই-সহ ঠানে, পুণের যে পুরসভা নির্বাচনগুলি আগামী দিনে হতে চলেছে তাতে কংগ্রেসের সঙ্গে জোট করেও বিশেষ সুবিধা হবে না উদ্ধব সেনার। বরং, কংগ্রেসের সঙ্গ ধরলে হিন্দুত্ববাদী ভোটব্যাঙ্কে ফাটল আরও বাড়তে পারে। সব দিক বিবেচনা করেই একা লড়ার ঘোষণা উদ্ধব ঠাকরেদের। তবে যে সময় এবং যে ভাবে এই ঘোষণা হল, তাতে ইন্ডিয়া জোটে ভাঙন জল্পনায় একপ্রকার সিলমোহর পড়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিব সেনার উদ্ধব শিবির ঘোষণা করে দিল, মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনগুলিতে কোনও জোট নয়, একাই লড়বে তাঁরা।
  • আরও একবার শরিকদের ঐক্যবদ্ধ রাখতে কংগ্রেসের ব্যর্থতা তুলে ধরেন রাউত।
  • মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পরই জোটের অন্দরে চিড় ধরতে শুরু করেছিল।
Advertisement