shono
Advertisement

‘মোদির দাসত্ব করছে নির্বাচন কমিশন, চোরেদের উচিত শিক্ষা দেব’, শিব সেনা ‘খুইয়ে’তোপ উদ্ধবের

নতুন প্রতীক নিয়ে লড়াই করার সিদ্ধান্ত জানালেন বালাসাহেব ঠাকরের ছেলে।
Posted: 07:40 PM Feb 18, 2023Updated: 07:40 PM Feb 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দলদাসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। দাসত্ব করছেন কমিশনাররা। শিব সেনার (Shiv Sena) প্রতীক এবং নাম হাতছাড়া হওয়ার পরই ফুঁসে উঠলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সঙ্গে জানিয়ে দিলেন আসন্ন বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন তাঁর দল লড়বে মশাল চিহ্ন নিয়েই। আর তাতেই উচিত শিক্ষা দেওয়া হবে চোরেদের।

Advertisement

বাবার প্রতিষ্ঠিত দল থেকেই তিনি বিতড়িত। নির্বাচন কমিশনের (Election Commission) কাছে ‘সুবিচারে’র প্রত্যাশায় ছিলেন। কিন্তু কমিশনের সিদ্ধান্তও গিয়েছে বিপক্ষে। শিব সেনা পরিবারের বাইরে থেকে এসেও দলের প্রতীক এবং নাম ব্যবহার করার অনুমতি পেয়ে গিয়েছেন একনাথ শিণ্ডে। বস্তুত উদ্ধব ঠাকরে এখন ঘরে থেকেও ঘরছাড়া। নিজের বাবার তৈরি দলেই ব্রাত্য। স্বাভাবিকভাবেই তিনি ক্ষুব্ধ। ভিতরে ভিতরে রক্তাক্ত। সেই ক্ষোভ আর গোপন করছেন না উদ্ধব। একযোগে একনাথ শিণ্ডে এবং নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় তোপ দাগলেন শিব সেনার ঠাকরে শিবিরের প্রধান।

[আরও পড়ুন: ভাগাড়েও দুর্নীতি! গৌতম গম্ভীরের বিরুদ্ধে CBI তদন্তের দাবি বিজেপি বিধায়কেরই]

উদ্ধব ঠাকরে বলছেন, বালাসাহেবের (Balasaheb Thackeray ) নাম সবাই ব্যবহার করতে চায়। মোদিকেও মহারাষ্ট্রে ঢুকতে হলে বালাসাহেবের মুখোশ পরতে হয়। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) চোর। শিব সেনা পরিবারের বাইরে থেকে এসেও শিব সেনার তির ধনুক প্রতীক চুরি করেছেন তিনি। তাঁর অভিযোগ, শিব সেনার সঙ্গে যে আচরণ করা হল, সেটা স্বাধীনতার ৭৫ বছরে আর কোনও দলের সঙ্গে করা হয়নি। সমর্থকদের উদ্দেশে তাঁর আহ্বান, যারা আমাদের প্রতীক চুরি করল, তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। সরাসরি নির্বাচন কমিশনকে তোপ দেগে উদ্ধব দাবি করেন, নির্বাচন কমিশন মোদির দাসত্ব করছে। কমিশনের কোনও আধিকারিক হয়তো অবসরের পরই কোনও রাজ্যপাল হয়ে যাবে। কদিন আগেই যেমন একজন বিচারক হলেন। সেভাবেই।

[আরও পড়ুন: ভারতে আরও চিতার আগমন, দক্ষিণ আফ্রিকা থেকে একডজন প্রাণীকে ছাড়া হল কুনো অরণ্যে]

প্রতীক হারানোর পর উদ্ধব সেনার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। উদ্ধবরা আইনি পথে যান নাকি কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেদের জন্য আলাদা কোনও প্রতীক বেছে নেন, সেটাও লক্ষণীয় বিষয় ছিল। উদ্ধব এদিন জানিয়ে দিলেন, আসন্ন বিএমসি নির্বাচনে (BMC Elections) মশাল নিয়েই লড়বেন তিনি। আর নতুন প্রতীকেই উচিত শিক্ষা দেবেন চোরেদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement