সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন উদয়ানিধি স্ট্যালিন। এমনই গুঞ্জন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনের পরে উদয়ানিধির বাবা এম কে স্ট্যালিনকেও রাজ্যের উপমুখ্যমন্ত্রী করা হয়েছিল। এবার পালা ছেলের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি এমনটাই।
ডিএমকের যুব শাখার নেতা উদয়ানিধি চিপক-থিরুভল্লিকেনি বিধানসভার বিধায়ক। ২০২২ সালে ডিএমকের মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এই মুহূর্তে সেরাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদে রয়েছেন বিতর্কিত নেতা। গুঞ্জন সত্যি হলে এবার মুখ্যমন্ত্রী বাবার ডেপুটি হওয়ার পালা তাঁর।
শোনা যাচ্ছে, আরও আগেই নাকি উদয়ানিধির উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল। কিন্তু বিতর্কের কারণে অন্তত দুবার সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও সরে আসে ডিএমকে নেতৃত্ব।
[আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ১০-১২টি কামরা]
এবছরের জানুয়ারিতে যখন তাঁর উপমুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত, তখনই তিনি সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করেন স্ট্যালিনপুত্র। সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন তিনি। তাঁর এহেন মন্তব্যে রীতিমত শোরগোল পড়ে যায় গোটা দেশে। বিজেপি তো বটেই তাঁর মন্তব্যের বিরোধিতায় সরব হয় দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। বিষয়টা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতি সঞ্জয় খান্না ও দীপঙ্কর দত্তর বেঞ্চ বলে, ‘সাংবিধান আপনাকে যে অধিকার দিয়েছে তা আপনি লঙ্ঘন করেছেন। আপনি যা বলেছেন তার পরিণাম জানেন? আপনি কোনও সাধারণ মানুষ নন। আপনি একজন মন্ত্রী। আপনার এই ধরনের মন্তব্যের পরিণাম জানা উচিত।’
পরে কাল্লাকুরিচি জেলায় বিষমদ খেয়ে অন্তত ৬৫ জনের মৃত্যুর ঘটনাতেও বিতর্ক তৈরি হয়েছিল গত জুনেই। সেই সময়ও উদয়ানিধিকে (Udaynidhi Stalin) উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের কথা জানানো থেকে বিরত থাকে ডিএমকে সরকার। তবে এবার সম্ভবত এই পদক্ষেপ করতে চলেছে তারা। অন্তত গুঞ্জন এমনটাই।