সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী লিও মেসির হ্যাটট্রিকের চব্বিশ ঘণ্টার মধ্যে লাল কার্ড দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার রাতে তাঁর পয়া চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ তৈরি ছিল। ভাবা হচ্ছিল নতুন ক্লাব জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের শুরুতে গোল উপহার দেবেন রোনাল্ডো। উলটে লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন সিআর সেভেন।
[চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের মধুর প্রতিশোধ, এশিয়া কাপে পাক-বধ ভারতের]
ঘটনাটা কী? জুভেন্তাস-ভ্যালেন্সিয়া ম্যাচের বয়স তখন মাত্র ২৯ মিনিট। বল ছিল ভ্যালেন্সিয়ার লেফট উইংয়ে। আর পেনাল্টি বক্সে রোনাল্ডো তখন ক্রস পাওয়ার আশায় দাঁড়িয়ে। তাঁকে মার্ক করছেন মুরিলো। আচমকাই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা ভ্যালেন্সিয়া ডিফেন্ডারের চুল টেনে ধরেন রোনাল্ডো। লাইন্সম্যান সঙ্গে সঙ্গে রেফারিকে জানান ঘটনার কথা। কোনও দ্বিধা না করে সিআর সেভেনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। যে সিদ্ধান্তে অবাক রোনাল্ডো কান্নায় ভেঙে পড়েন। স্পেনের মাটিতে ফিরতেই যেন অভিশাপ তাড়া করল সদ্য রিয়াল মাদ্রিদ ছাড়া পর্তুগিজ মহাতারকাকে। রোনাল্ডোর কেরিয়ারে এটা ১১তম লাল কার্ড। পয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য প্রথম। লাল কার্ডের শাস্তিতে আরেক পুরনো ক্লাবের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা হবে না রোনাল্ডোর। কারণ সরাসরি লাল কার্ড দেখলে সেই টুর্নামেন্টের পরের অন্তত দু’ম্যাচ সাসপেন্ড থাকেন ফুটবলার। জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় ম্যাচ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। যার প্রথমটা ওল্ড ট্র্যাফোর্ডে। যেটা রোনাল্ডোর দু’ম্যাচ শাস্তি হলে দ্বিতীয় ম্যাচ হবে।
[ভক্তের সঙ্গে দুর্ব্যবহার, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার বিরুষ্কা]
এদিকে, রোনাল্ডোর জন্য অস্বস্তির খবর রয়েছে। তাঁকে টপকে গেলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দোভেনের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর সিআর সেভেনকে টপকে গেলেন মেসি। পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন্স লিগে আট নম্বর হ্যাটট্রিক হয়ে গেল মেসির। রোনাল্ডোর থেকে একটা বেশি। এতেই আরও মাথাব্যথার কারণ বাড়ল সিআর সেভেনের।
The post লাল কার্ডে স্পেনে স্বাগত রোনাল্ডো, মাঠেই কেঁদে ফেললেন তারকা appeared first on Sangbad Pratidin.