shono
Advertisement

আজ ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকবে অধিকাংশ এটিএম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকে ব্যাঙ্ক কর্মীদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে৷ কিন্তু তার বিনিময়ে কোনও সুফল পাননি কর্মীরা৷ তাঁদের বেশ কিছু দাবি-দাওয়া মেটেনি বলেই অভিযোগ৷ তার জেরেই মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন৷ জানেন, যৌবনে কেমন দেখতে ছিলেন এই তাবড় রাজনীতিবিদরা? কিছুদিন আগেই এই ধর্মঘটের কথা বলেছিল […] The post আজ ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকবে অধিকাংশ এটিএম appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 AM Feb 28, 2017Updated: 03:27 AM Feb 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকে ব্যাঙ্ক কর্মীদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে৷ কিন্তু তার বিনিময়ে কোনও সুফল পাননি কর্মীরা৷ তাঁদের বেশ কিছু দাবি-দাওয়া মেটেনি বলেই অভিযোগ৷ তার জেরেই মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন৷

Advertisement

জানেন, যৌবনে কেমন দেখতে ছিলেন এই তাবড় রাজনীতিবিদরা?

কিছুদিন আগেই এই ধর্মঘটের কথা বলেছিল সংগঠনটি৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার মতো পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি আগেভাগেই গ্রাহকদের এ ব্যাপারে জানিয়ে রেখেছিল৷ ফলত এই ব্যাঙ্কগুলির কাজ আজ বন্ধ থাকছে৷ অন্যদিকে এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্কগুলির কাজ স্বাভাবিক থাকবে৷ যদিও চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে খানিকটা সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে৷ ধর্মঘটের জেরে অধিকাংশ এটিএমও আজ বন্ধ থাকবে৷

এনার নেতৃত্বেই ভারত পেয়েছে ‘অগ্নি ৫’-এর মতো মারণাস্ত্র

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের অধীনে আছে ব্যাঙ্ক কর্মীদের নয়টি সংগঠন৷ তার মধ্যে দুটি সংগঠন আজকের ধর্মঘটে অংশ নিচ্ছে না৷ গত ২১ ফেব্রুয়ারি বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চিফ লেবার অফিসারের সঙ্গে বৈঠকে বসেন ইউনিয়নের মুখপাত্ররা৷ অতিরিক্ত সময় কাজের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ না পাওয়ার ক্ষোভ যেমন আছে এই দাবির মধ্যে, তেমনই আছে ঋণ ও কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ও৷ যদিও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি৷ তারপরই ধর্মঘটের পথ নেয় সংগঠনটি৷ ফলে আজ, মঙ্গলবার সাধারণ গ্রাহকদের বেশ খানিকটা হেনস্তার মুখেই পড়তে হবে৷

মহিষের দাম উঠল ৯.২৫ কোটি টাকা, কেন জানেন?

The post আজ ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকবে অধিকাংশ এটিএম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement